কুমিল্লার চৌদ্দগ্রাম আলকরা ইউনিয়নের সোনাইছা গ্রামে ৫২ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা তন্ময় বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (২৭ নভেম্বর) রাতে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া রাস্তার মাথায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে একটি মিনি কাভার্ডভ্যান থামানোর সংকেত দেয়, এ সময় গাড়ি থামিয়ে চালক ও তার সহযোগী পালানোর চেষ্টা করলে থানার টহলরত পুলিশ দুজনকেই গ্রেপ্তার করে।
পরে মিনি কাভার্ডভ্যানটি তল্লাশি করে গাড়ির পেছন থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মিনি কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়।
গ্রেপ্তার মো. শফিক ওরফে মনা (৪২) চান্দিনা থানার উজিরপুর গ্রামের মৃত অলি উল্লাহর ছেলে, অপর আসামি মো. দেলোয়ার হোসেন টিটু (৪৫) নোয়াখালী সদর থানার ৮নং ওয়ার্ডের ছোট শ্রীরামপুর গ্রামের মৃত এমরান হোসেনের ছেলে। গ্রেপ্তার মো. দেলোয়ার হোসেন টিটুর বিরুদ্ধে মাদক ও প্রতারণার মামলা আদালতে বিচারাধীন।
মন্তব্য করুন