দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করতে যাচ্ছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। মঙ্গলবার (২৮ নভেম্বর) শেষ সময় পর্যন্ত হবিগঞ্জ-৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংসদ নির্বাচনের সহকারী রিটানিং কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক জানান, মঙ্গলবার শেষ সময় পর্যন্ত হবিগঞ্জ-৪ আসনে শুধু ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদিকে হবিগঞ্জ-২ আসনের বর্তমান সংসদ সদস্য আব্দুল মজিদ খান দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার বিকেলে বানিয়াচং উপজেলায় আয়োজিত এক সভায় এ ঘোষণা দেন সংসদ সদস্য আব্দুল মজিদ খান।
এ সময় তিনি বলেন, আমি বিগত ৩ বারের এমপি থাকাকালীন সময়ে সরকার অনেক উন্নয়ন করেছে। যা অতীতে কেউ করতে পারেনি। জনগণের আশা-আকাঙ্খা পূরণে সবার সহযোগিতায় স্বতন্ত্র নির্বাচনে অংশগ্রহণ করব।
এ বিষয়ে সংসদ সদস্য আব্দুল মজিদ খানের ব্যক্তিগত সহকারী মো. সেলিম উদ্দিন জানান, এমপি সাহেব স্বতন্ত্র নির্বাচনের জন্য ইতোমধ্যে মঙ্গলবার সহকারী রিটার্নিং অফিসারের নিকট থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন।
মন্তব্য করুন