দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এর আগে এ আসন থেকে বিভিন্ন দলের ১০ জন প্রার্থী জেলা অথবা উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তাদের সবাই মনোনয়নপত্র জমা দিলেন।
জানা যায়, আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এ ছাড়া মো. সিরাজুল ইসলাম বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), মো. তছলিম উদ্দিন জাতীয় পার্টি, জাফর ইকবাল সিদ্দিকী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), মো. লতিবাণী রহমান লতিফ জাকের পার্টি, মো. ইমরান কবির চৌধুরী স্বতন্ত্র, মখদুম আজম মাশরাফী জাতীয় পার্টি (জেপি), খায়রুল আলম স্বতন্ত্র, করুনা ময় মল্লিক এনপিপি এবং এন কে আলম চৌধুরী তৃণমূল বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়নপত্র জমা দেন।
জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত তপশিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের এবং নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।
মন্তব্য করুন