দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে নওগাঁ-৪ (মান্দা) আসনে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ে প্রার্থীদের যাচাই-বাছাই শেষে ওই চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের বিষয়টি সাংবাদিকদের জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. গোলাম মাওলা।
এ আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে ১ শতাংশ সমর্থকের কাগজপত্র ঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের সদস্য মো. আফজাল হোসেন, মো. কামাল পারভেজ, সামাদ প্রামানিক ও মো. জিয়াউল হকের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত নওগাঁ-৪ (মান্দা) আসনে আওয়ামী লীগসহ বিভিন্ন দলের ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
মন্তব্য করুন