দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আ.লীগের সহসভাপতি আলহাজ নজরুল ইসলাম দুলালের সমর্থকদের ওপর হামলার ঘটনায় শৈলকুপা থানায় ৯ জনের নাম উল্লেখসহ আরও ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৪ ডিসেম্বর) হামলায় আহত রবিউল ইসলাম মোল্লার পুত্র রিয়োন মোল্লা বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলো- শৈলকুপার আবাইপুর ইউনিয়নের মিনগ্রামের তাজু জোয়ার্দারের ছেলে রাসেল জোয়ার্দার, বক্কার শেখের ছেলে নিমাই শেখ, মকসেদ শেখের ছেলে আতিয়ার ও মোতাহার, জুমারত শিকদারের ছেলে পিকুল সিকদার, আরোজ জোয়ার্দারের ছেলে নাজমুল জোয়ার্দার, মোহন শেখের ছেলে মধু শেখ, ওমর শেখের ছেলে শিমুল শেখ ও আক্কাস মসুল্লির ছেলে আসাদকসহ অজ্ঞাত ৩-৪ জন। এ ঘটনায় পুলিশ এজাহারভুক্ত আসামি আসাদকে গ্রেপ্তার করেছে।
এর আগে, সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় আবাইপুর ইউনিয়নের মিনগ্রাম বাজারে ঝিনাইদহ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের সমর্থকদের ওপর নৌকার প্রার্থী আব্দুল হাইয়ের সমর্থকরা হামলা চালায়। এতে মারাত্মকভাবে আহত হয় মীনগ্রামের মঈনুদ্দিন শেখের ছেলে মো. আকাশ শেখ (৫৬), মৃত ইবাদত মীরের ছেলে টুটুল মীর (৪৫) এবং গোলাপ মোল্লার ছেলে রবিউল মোল্লা (৫০)। আহতরা প্রত্যেকেই মীনগ্রাম বাজারের ব্যবসায়ী।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়।
হামলায় আহত মীনগ্রাম বাজারের সার ব্যবসায়ী রবিউল মোল্লাসহ আহত ব্যবসায়ীরা জানান, আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের সমর্থক। সন্ধ্যার পর মীনগ্রাম বাজারে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলাম। হঠাৎ করেই নৌকার প্রার্থী আব্দুল হাইয়ের সমর্থক ও তার ক্যাডারবাহিনী আমাদের ওপর হামলা করে।
এ ঘটনায় শৈলকুপা থানার ওসি ঠাকুর দাশ মন্ডল জানান, আবাইপুর ইউনিয়নের মীনগ্রামের হামলার ঘটনায় মামলা হয়েছে। ঘটনায় একজন এজাহারভুক্ত আসামিকে পুলিশ আটক করেছে। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক আছে।
মন্তব্য করুন