যশোরের মনিরামপুরে বজ্রপাতে ইবাদুল ইসলাম ছোট্ট (৩৮) নামে এক ঘের ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোপালপুর বিল শালিখায় এ ঘটনা ঘটে। নিহত ইবাদুল ইসলাম গোপালপুর গ্রামের ইউসুফ মহলদারের ছেলে।
স্থানীয় নজরুল ইসলাম জানান, ইবাদুল নিজে ঘের ব্যবসায়ী। ঘটনার সময় সে শালিখার বিলে ঘেরে কাজ করছিলেন। হঠাৎ এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। অবশ্য, তারা ইবাদুল ইসলাম মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প.প. কর্মকর্তা ডা. তন্ময় কুমার বিশ্বাস।
মন্তব্য করুন