সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে বিএনপির ডাকা দশম দফায় আগামীকাল বুধবার (৬ ডিসেম্বর) থেকে শুরু হতে যাওয়া দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে ফেনীতে মশাল মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় ফেনীতে এই মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন।
মশাল মিছিলে আরও উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শওকত আলী জুয়েল, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমন, গণশিক্ষাবিষয়ক সম্পাদক জাবেদ, ফেনী সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার, সদস্য সচিব নজরুল ইসলাম, সোনাগাজী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুর আলম সোহাগ, ফেনী পৌর ছাত্রদলের আহ্বায়ক পাবেল, যুগ্ম আহ্বায়ক মো. ইয়াসিন, দাগনভূঞা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার পারভেজ প্রমুখ।
মন্তব্য করুন