আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

উপজেলা আ.লীগ সভাপতিকে পেটাল পৌর কাউন্সিলর

অভিযুক্ত পৌর কাউন্সিলর ইব্রাহীম মিয়া। ছবি : সংগৃহীত
অভিযুক্ত পৌর কাউন্সিলর ইব্রাহীম মিয়া। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পূর্ব শত্রুতার জের ধরে পৌরসভার এক কাউন্সিলরসহ তার লোকজন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তার স্ত্রীকে মারধরসহ বাড়িঘরে হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৬ ডিসেম্বর) বিকেল চারটার দিকে পৌর শহরের সড়ক বাজারে এ ঘটনা ঘটে। হামলার পরপর নাশকতার মামলায় কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আহত উপজেলা আওয়ামী লীগের সভাপতির নাম মোহাম্মদ আলী চৌধুরী (৬৭)। তিনি পৌর এলাকা রাধানগর গ্রামের বাসিন্দা। আখাউড়া পৌর এলাকা বনিক পাড়ার বাসিন্দা ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইব্রাহীম মিয়া ওরফে সুজন ও তার ভাই লোকজন নিয়ে পূর্ব শত্রুতার জেরে আওয়ামী লীগ নেতার ওপর হামলা চালিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। বিকেলেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনার প্রত্যক্ষদর্শী ছাত্রলীগের এক নেতাসহ কয়েজন বলেন, বুধবার বিকেল চারটার দিকে সড়ক বাজারের দরদী ফার্মেসির সামনে একটি চেয়ারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী বসেছিল। সে সময় একটি ছেলে সেখানে এসে আওয়ামী লীগ নেতার সঙ্গে তর্ক করেন। এরই মাঝে কাউন্সিলর ইব্রাহীম মিয়া ওরফে সুজন ও তার ভাই কয়েকজনের দলবল নিয়ে আওয়ামী লীগ নেতাকে সড়কের মাঝখানে নিয়ে যান। সেখানে কাউন্সিলর, তার ভাই ও তাদের লোকজন আওয়ামী লীগ নেতাকে রাস্তায় ফেলে কিল, ঘুষি ও লাথি মারেন। পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে কাউন্সিলর ও তার লোকজনকে ফিরিয়ে দেন। পরে আওয়ামী লীগ নেতাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আওয়ামী লীগ নেতার স্ত্রী উষা বেগম (৬২) জানান, বিকেলে কাউন্সিলরসহ ৪-৫ জন বাড়ির ফটকে আঘাত করতে থাকেন। ফটক খুলতেই তারা ভেতরে ঢুকে ভাঙচুর করে এবং তার স্বামীকে খোঁজ করেন। না পেয়ে উষা বেগমের পিঠে ও পায়ে লাঠি দিয়ে আঘাত করে তারা।

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী বলেন, আমি অসুস্থ। এখন কথা বলতে পারব না। পরে কথা বলব।

আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু বলেন, কাউন্সিলর নিজেকে আওয়ামী লীগের কর্মী দাবি করলেও তার বিরুদ্ধে বিএনপির নাশকতার মামলা রয়েছে।

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা বলেন, আমি ঢাকায় আছি। উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে মারধর করেছে বলে শুনেছি। কে এমন হয়েছে আমি জানি না।

অভিযুক্তরা পলাতক থাকায় কারোর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম বলেন, পৌর শহরের মসজিদপাড়া থেকে কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির একটি নাশকতার মামলায় তিনি এজহারভূক্ত আসামি। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

‘সাধারণ মানুষের প্রত্যাশা ক্লিন ইমেজের নেতাদের মনোনয়ন দেবে বিএনপি’

চট্টগ্রামে দুই সাংবাদিকের ওপর হামলায় সিইউজের নিন্দা

কুর্দিস্তানে ক্যান্সার রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে

হোয়াইটওয়াশ করার মিশনে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ 

ভারত-পাকিস্তান ম্যাচে পোকামাকড়ের উপদ্রব!

৫৮ বছরে সন্তানের বাবা হলেন আরবাজ খান

শান্তি-শৃঙ্খলা রক্ষায় ১১০ ধারা প্রয়োগ করা হবে : ঢাকা জেলা প্রশাসক

একতা থাকলে ক্লিন গ্রিন হেলদি সিটি গড়া সম্ভব : চসিক মেয়র

ধানমন্ডিতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১০

১০

এমপিওভুক্ত প্রতিষ্ঠানে অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষা উপদেষ্টার বার্তা

১১

ছুটি শেষে রাকসুর প্রচার শুরু, রয়ে গেছে শঙ্কা

১২

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৬৮ কোটি ডলার

১৩

অনেক উপদেষ্টা সেফ এক্সিটের কথা ভেবে রেখেছেন : নাহিদ

১৪

নতুন সংকট তৈরি হলে আরও একটা গণঅভ্যুত্থান হবে : মঞ্জু

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

১৬

তাহিরপুরে বালু মহালের জায়গা নির্ধারণ করে দিল প্রশাসন

১৭

সমালোচনায় আমার কিছু যায় আসে না : বাঁধন

১৮

চট্টগ্রামে দুই সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর

১৯

সনদ বাস্তবায়নে গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত : আলী রীয়াজ

২০
X