পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:০৬ এএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:২১ এএম
অনলাইন সংস্করণ

মোগল স্থাপত্যের মির্জাপুর শাহি মসজিদ

মির্জাপুর শাহি মসজিদ । ছবিঃ সংগৃহীত
মির্জাপুর শাহি মসজিদ । ছবিঃ সংগৃহীত

দেশের মোগল স্থাপত্যের নিদর্শনগুলোর মধ্যে মির্জাপুর শাহি মসজিদ একটি। মোগল আমলে নির্মিত ঐতিহ্যবাহী এই মসজিদ দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের অন্যতম একটি দর্শনীয় স্থান।

পঞ্চগড় জেলা শহর থেকে ১৮ কিলোমিটার দূরে আটোয়ারী উপজেলার মির্জাপুর গ্রামে এটি অবস্থিত। এই মসজিদ দেখতে প্রায় দিনই দর্শনার্থীর সমাগম ঘটে। বর্তমানে মসজিদটির তত্ত্বাবধায়ক হচ্ছে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর।

মসজিদটি কত সালে নির্মিত হয়, তা নিয়ে কিছুটা মতপার্থক্য আছে। তবে এটা যে মোগল স্থাপত্য, তাতে একমত সবাই। কারণ মসজিদটিতে রয়েছে মোগল স্থাপত্য রীতির সুস্পষ্ট ছাপ। মসজিদের শিলালিপি ঘেঁটে প্রত্নতত্ত্ববিদরা ধারণা করেন, মির্জাপুর শাহি মসজিদটি ১৬৫৬ সালে নির্মাণ করা হয়েছে। এ ছাড়া ১৬৭৯ খ্রিষ্টাব্দে (সম্ভাব্য) ঢাকা হাইকোর্ট প্রাঙ্গণে নির্মিত মসজিদের সঙ্গে সাদৃশ্য থাকায় এই মসজিদও সমসাময়িক কালে নির্মিত হয়েছে বলে ধারণা করা হয়। কেউ কেউ মনে করেন, মালিক উদ্দিন নামে মির্জাপুর গ্রামেরই এক ব্যক্তি মসজিদটি নির্মাণ করেন। এই মালিক উদ্দিন মির্জাপুর গ্রামও প্রতিষ্ঠা করেন বলে জনশ্রুতি রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দোস্ত মোহাম্মদ নামের এক ব্যক্তি মসজিদটির নির্মাণকাজ শেষ করেন।

মসজিদের নির্মাণ সম্পর্কে পারস্য ভাষায় লিখিত মধ্যবর্তী দরজার উপরিভাগে একটি ফলক রয়েছে। ফলকের ভাষা ও লিপি অনুযায়ী ধারণা করা হয়, মোগল সম্রাট শাহ আলমের রাজত্বকালে এর নির্মাণকাজ সম্পন্ন হয়। মসজিদটির দেয়ালের টেরাকোটা ফুল এবং লতাপাতার নকশা খোদাই করা রয়েছে। মসজিদের সম্মুখভাগে আয়তাকার টেরাকোটার নকশার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে, একটির সঙ্গে অপরটির কোনো মিল নেই। প্রতিটি আলাদা আলাদা।

মসজিদটি বিখ্যাত হওয়ার অন্যতম কারণ হলো এর দৃষ্টিনন্দন অবকাঠামো। সরেজমিনে দেখা যায়, মসজিদের সামনের দেয়ালে চিত্রাঙ্কন ও বিভিন্ন কারুকার্য রয়েছে, যেগুলো একটি অন্যটি থেকে আলাদা। এর দৈর্ঘ্য ৪০ ফুট ও প্রস্থ ২৫ ফুট৷ মসজিদের একই সারিতে তিনটি গম্বুজ রয়েছে। প্রতিটি গম্বুজের কোনায় একটি করে মিনার রয়েছে। মসজিদের মূল ভবনের সামনে রয়েছে একটি আয়তাকার পাকা অঙ্গন। অঙ্গনের উপরিভাগ উন্মুক্ত। অঙ্গনের বাইরে রয়েছে একটি সুদৃশ্য পাকা তোরণ। তোরণটির নির্মাণকৌশলও অপূর্ব। এতে রয়েছে খিলান করা অন্তঃপ্রবিষ্ট দরজা, উভয় পাশে খাঁজ করা স্তম্ভ এবং ঢাল ও অর্ধবৃত্তাকার, নাতিদীর্ঘ একটি গম্বুজ। শিল্প সৌন্দর্যের অপূর্ব নিদর্শন এই মসজিদে ব্যবহৃত ইটগুলো রক্তবর্ণ ও অলংকৃত, যা বর্তমান সময়ের ইটের চেয়ে সম্পূর্ণ ভিন্ন।

মির্জাপুর শাহি মসজিদের আদি নির্মাতা সম্পর্কে সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে জনশ্রুতিমতে ও মির্জা বংশীয় উত্তরসূরিগণের অভিমত অনুযায়ী জানা যায়, মির্জাপুর গ্রামের অন্যতম প্রতিষ্ঠাতা পূর্বপুরুষ ফুল মোহাম্মদ এই মসজিদের নির্মাণকাজ শুরু করেন। পরে ফুল মোহাম্মদের ভাই দোস্ত মোহাম্মদ সম্ভবত এর নির্মাণকাজ শেষ করেন। একসময় প্রবল ভূমিকম্পে মসজিদটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলে প্রায় দুইশ বছর আগে মুলুকউদ্দিন বা মালেকউদ্দিন এই মসজিদের মেরামত ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করেন। তিনি হুগলির মসজিদের ইমামের মাধ্যমে ইরান থেকে কারিগর এনেছিলেন বলে ধারণা করা হয়।

মির্জাপুর শাহি মসজিদ পরিচালনা কমিটির বর্তমান সভাপতি মির্জা আহম্মদ শরীফ জানালেন, নব্বইয়ের দশকে মির্জাপুর এলাকার সন্তান সাবেক মন্ত্রী ও স্পিকার মির্জা গোলাম হাফিজ কয়েক দফায় মসজিদটি সংস্কারের কাজ করেছিলেন। সে সময়ই প্রত্নতত্ত্ব বিভাগের কাছে মসজিদটি হস্তান্তর করা হয়। এখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই পর্যটকরা এই মসজিদ দেখতে এসে ইতিহাস জানতে চান বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেটের মেদ কমাতে এই ৬টি খাবার বাদ দিন

কী কী চুক্তি-সমঝোতা স্মারক সই হলো বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে

শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ চূড়ান্ত, জেনে নিন কবে কখন ম্যাচ

মুখ খুললেন নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী

ইরানে অভিযান, ইসরায়েলসংশ্লিষ্ট ছয়জন নিহত

টানা বৃষ্টি কতদিন থাকবে, জানালেন আবহাওয়াবিদ

স্থায়ীভাবে সিনেমা থেকে সরে দাঁড়াবেন জলিল-বর্ষা দম্পতি

খোলা মাঠে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত বৃদ্ধ

যুদ্ধ বন্ধে ব্যস্ত হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকা

১০

যমুনা সেতুতে কাভার্ডভ্যান-ট্রাক-পিকআপের সংঘর্ষ

১১

’৭১ সালের অমীমাংসিত বিষয় দুবার সমাধান হয়েছে, দাবি ইসহাক দারের

১২

ক্রিকেটকে ‘গুডবাই’ বললেন একশর বেশি টেস্ট খেলা তারকা ক্রিকেটার

১৩

শতকোটি টাকা ব্যয়ে নির্মিত চালকদের বিশ্রামাগার নিজেই বিশ্রামে

১৪

সপ্তাহে দুদিন ছুটিসহ রূপায়ণ গ্রুপে চাকরির সুযোগ

১৫

পুরো শরীর ‘প্লাস্টিকের তৈরি’ বলায় খেপে গেলেন মৌনি

১৬

ইনডোর গার্ডেনিং শুরু করতে বেছে নিন এই ৭ গাছ

১৭

বরখাস্ত এসআইকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

১৮

ছেলেদের কাছে ৪৯ রানে ধরাশায়ী হয়ে অলআউট মেয়েরা

১৯

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

২০
X