ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:০৬ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ধামরাইয়ে বাসচাপায় নিহত ২, আহত ১

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা বাসস্ট্যান্ডে সেলফি পরিবহন বাসের চাপায় নিহত ২। ছবি : কালবেলা
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা বাসস্ট্যান্ডে সেলফি পরিবহন বাসের চাপায় নিহত ২। ছবি : কালবেলা

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা বাসস্ট্যান্ডে ঢাকাগামী দ্রুতগতির সেলফি পরিবহন বাসের চাপায় মো. রুবেল পারভেজ ও মো. আব্দুল মান্নান নামে দুই পথচারী নিহত হয়েছেন। এ সময় আরও একজন পথচারী গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় একটি বাস আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের থানা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানার ওসি শেখ আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন টাঙ্গাইল জেলার মির্জাপুর এলাকার মোকছেদ আলীর ছেলে মো. রুবেল পারভেজ। রুবেল ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংকে কর্মরত ছিলেন। অপরজন মানিকগঞ্জ জেলার শিবালয় এলাকার মমতাজ উদ্দিনের ছেলে মো. আব্দুল মান্নান। তবে আহত ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রুবেল পারভেজ ও মো. আব্দুল মান্নানসহ ৩ জন গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বেপরোয়াভাবে আসা ঢাকাগামী সেলফি পরিবহনের (ঢাকা মেট্রো-ব, ১৩-০৯০৪) একটি বাস তাদের ওপর উঠিয়ে দেয়। এতে একজনের ঘটনাস্থলে মৃত্যু হয়। গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা জানান, সকাল সোয়া ৯ টার দিকে আমাদের কাছে দুর্ঘটনার খবর আসে। ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় পাই। গুরুতর আহত আরও দুই পথচারীকে হাসপাতালে নেওয়ার পর মারা গেছে বলে শুনেছি। তবে আমরা নিশ্চিত না।

সাভার হাইওয়ে থানার ওসি শেখ আবুল হাসান জানান, আমি যতটুকু শুনেছি, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের থানারোড এলাকায় সেলফি পরিবহনের একটি বাস থামিয়ে যাত্রী নামাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা ঢাকাগামী সেলফি পরিবহনের আরেকটি বাস এটিকে ওভারটেকিংয়ের চেষ্টা করে। একপর্যায়ে আইল্যান্ড ঘেঁষে অপেক্ষারত তিন পথচারীকে চাপা দেয় সেলফি পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় ক্ষুব্ধ জনতা সেলফি পরিবহনের একটি বাস আটক করে ভাঙচুর চালিয়েছে। তবে বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

গণমাধ্যমের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : উপদেষ্টা সাখাওয়াত

ব্যাচেলরদের শোবার ঘর গুছিয়ে রাখার সহজ কিছু টিপস

রাবি ক্যাম্পাসে রুয়েট শিক্ষার্থীকে ছুরিকাঘাত

রিমান্ড শেষে সাবেক এমপি পাভেল কারাগারে 

ইশরাক-নুসরাতের বাগদান নিয়ে নুরের ফেসবুক পোস্ট

অভিযুক্ত ১৫ কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাসদর

ভোটে সিল মেরে বলবেন ‘আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লা’ : গোলাম পরওয়ার

জন্মদিনে ভক্তদের কী সুখবর দিলেন অপু বিশ্বাস?

সরকার উৎখাতের ষড়যন্ত্র / মার্কিন নাগরিক এনায়েতের সহযোগী আজহার রিমান্ডে

১০

গুম করে কীভাবে ভারতে নেওয়া হয়, জানালেন সালাহউদ্দিন আহমদ

১১

সিরিজ বাঁচানোর মিশনে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

১২

মেলানিয়া ট্রাম্পের দাবিতে সাড়া দিলেন পুতিন

১৩

ছবিতে প্রথমে কী দেখছেন বলে দেবে, মানুষ আপনাকে কেমনভাবে দেখে

১৪

ট্রাইব্যুনালে জবানবন্দিতে যা বললেন উপদেষ্টা আসিফ

১৫

ঘি চা খাওয়া কি সত্যিই ভালো

১৬

এলপিজি সিলিন্ডারের দাম কেমন হওয়া উচিত, জানালেন জ্বালানি উপদেষ্টা

১৭

এশিয়ান কাপ খেলতে যে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ

১৮

অবশেষে রাকসু নিয়ে মিলেছে স্বস্তির খবর

১৯

অনলাইন জুয়া চক্রের শীর্ষ এজেন্ট লিপু গ্রেপ্তার

২০
X