কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:০৯ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বোরো মৌসুমের প্রস্তুতি যেভাবে নিচ্ছেন কৃষিপ্রধান উপজেলাটির কৃষকরা

নেত্রকোনার কেন্দুয়ায় বীজতলা প্রস্তুতে ব্যস্ত কৃষক। ছবি : কালবেলা
নেত্রকোনার কেন্দুয়ায় বীজতলা প্রস্তুতে ব্যস্ত কৃষক। ছবি : কালবেলা

নেত্রকোনার কেন্দুয়ায় নেই কোনো বৃহৎ শিল্পকারখানা। এই অঞ্চলের বেশিরভাগ মানুষের জীবন-জীবিকা কৃষিনির্ভর। উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ২৪ হাজার হেক্টর জমিতে চাষাবাদ করে জীবিকা-জীবিকায় টিকে থাকার সংগ্রাম চলছে হাজার হাজার কৃষক পরিবাবের। এদের বেশির ভাগ ধাননির্ভর কৃষিকাজ করেন। তাইতো আমন ও ইরি-বোরো মৌসুমে এখানকার বাসিন্দাদের ব্যস্ততা বাড়ে। তবে আমন ও ইরি-বোরো মৌসুমের চাষাবাদের পরে একই জমিতে চাষাবাদ করে বাড়তি ফসল উৎপাদনে স্থানীয় কৃষি বিভাগ কৃষককে উৎসাহিত করে যাচ্ছেন।

উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, আমন ধান কেটে নেওয়ার পরে অনেক কৃষক ওই জমিতে সরিষা চাষাবাদ করছেন।প্রস্তুতি নিচ্ছেন সরিষা তুলে নিয়ে সেই জমিতে এবং ধান কাটার পর খালি পরে পড়ে থাকা জমিতে ইরি-বোরো মৌসুমের ধান চাষাবাদের। সে জন্য কৃষকদের বর্তমানে ব্যস্ততা বোরোর বীজতলা তৈরিতে।

উপজেলার মোজাফফরপুর ইউনিয়নের কৃষক রাসেল মিল্কি বলেন, তিনি এবার তিন বিঘা জমিতে বোরোধান আবাদ করার প্রস্তুতি নিয়েছেন। ধান চাষাবাদ করতে এখন তিনি বীজতলা তৈরি করছেন। বাজার থেকে হাইব্রিড জাতের ধান বীজ কেনার কাজ শেষ করেছেন। জমিতে চাষ দিয়ে বীজতলা তৈরির কাজ চলছে। দুই দিন পরে বীজতলায় বীজ বপন করবেন।

চিরাং ইউনিয়নের পূর্বরায় গ্রামের কৃষক আলী হোসেন ও মুকুল মিয়া বলেন, তারা আমন ধান কাটা মাড়াইয়ের কাজ শেষ করেছেন। এখন জমিতে হাইব্রিড জাতের বোরো ধান চাষাবাদের জন্য সিদ্ধান্ত নিয়েছেন। বীজতলা তৈরির জন্য জমিতে সেচ দিয়ে পাওয়ার টিলার দিয়ে চাষ দিচ্ছেন তারা।

দেওপাড়ার কৃষক বিশ্ব সরকার বলেন, তিনি আমন মৌসুমে উপসহকারী কৃষি অফিসারের পরামর্শে তার ১ বিঘা জমিতে ব্রি-৮০ জাতের স্বল্পমেয়াদি ধান চাষাবাদ করেন। কৃষি প্রণোদনা হিসেবে তিনি বোরো বীজ পেয়েছেন। বোরো মৌসুমে চাষাবাদের জন্য তিনি ব্রি-৮৪ ধানের বীজতলা তৈরির প্রস্তুতি নিচ্ছেন।

উপজেলার রাজনগর গ্রামের কৃষক হলুদ মিয়া বলেন, তিনি তিন বিঘা জমিতে বোরো ধান চাষাবাদের সিদ্ধান্ত নিয়েছেন। চারার চাহিদা পূরণের জন্য তিনি কৃষি অফিসের পরামর্শে ইতিমধ্যে এক বিঘা জমিতে ব্রি-৭৪ বীজ বপন কাজ সম্পন্ন করেছেন। বর্তমান আবহাওয়া অনুকূল থাকায় বীজতলা থেকে সুস্থ সবল চারা পাওয়ার আশা করছেন তিনি।

উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানার বরাত দিয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান জানান, উপজেলায় ২০ হাজার ৭১৫ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং কৃষি প্রণোদনা হিসেবে ৫ হাজার ৩০০ জন কৃষককে উফসী এবং ৪ হাজার কৃষককে হাইব্রিড বোরো বীজ দেওয়া হয়েছে। উপজেলায় বোরো মৌসুমে চাষাবাদের জন্য বীজতলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫ হেক্টর এবং বীজ বপন কাজ চলমান রয়েছে। এখন পর্যন্ত ৮০০ হেক্টর জমিতে বীজ বপন করা হয়েছে। সুস্থ সবল চারা উৎপাদন ও চাষাবাদ করে কৃষকরা যাতে লাভবান হতে পারে সেজন্য আমাদের উপসহকারী কৃষি অফিসাররা মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। পাশাপাশি আমরা উচ্চ ফলনশীল জাতের ধান কৃষকের মাধ্যমে চাষাবাদ করে স্থানীয়ভাবে বীজের চাহিদা পূরণের পরিকল্পনা বাস্তবায়ন করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিএল প্লে-অফে কে খেলবে কার বিপক্ষে

হেনস্তার শিকার জনপ্রিয় অভিনেত্রী অহনা 

বিএনপি প্রার্থীকে শোকজ

আকিজ বশির গ্রুপে ম্যানেজার পদে নিয়োগ

সুখবর পেলেন বিএনপির যে ৬ নেতা

মোবাইল কিনে দিতে অক্ষম স্বামী, ঝগড়ার পর স্ত্রীর মৃত্যু

চিন্ময় দাসসহ ৩৯ আসামির বিচার শুরুর নির্দেশ

রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবি ছাত্রদলের

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

‘মৃত’ দাবি করা ভোটার হাজির, অতঃপর...

১০

ধানুশের সঙ্গে বিয়ের গুঞ্জনে মুখ খুললেন ম্রুণাল

১১

রাজধানীর যেসব এলাকায় সাত কলেজের ভ্রাম্যমাণ মঞ্চ ও গণজমায়েত

১২

জিয়াউর রহমানের মাজারে ইউট্যাবের শ্রদ্ধা

১৩

উড়ন্ত বার্সেলোনার জয়রথ থামাল সোসিয়েদাদ

১৪

তেঁতুলিয়ায় কুয়াশার দাপট, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

১৫

তারেক রহমানের গাড়িতে লাগানো খামটিতে কী ছিল

১৬

আবারও নির্বাচন কমিশন ঘেরাও করবে ছাত্রদল

১৭

পর্দায় প্রথমবারের মতো একসঙ্গে চঞ্চল-পরী

১৮

চিলিতে জরুরি অবস্থা / ভয়াবহ দাবানলে নিহত ১৮, বাস্তুচ্যুত ২০ হাজার মানুষ

১৯

জানুয়ারির ১৭ দিনে কোনো রেমিট্যান্স আসেনি যে ৮ ব্যাংকে 

২০
X