কুমিল্লা-৮ (বরুড়া) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইরফান বিন তোরাব আলী নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে প্রতীক বরাদ্দের আগেই সড়কের ওপর গেট নির্মাণ করে তাতে লাঙ্গল প্রতীক টানিয়ে রেখেছেন।
নির্বাচন কমিশন আইন-২০০৮ অনুযায়ী প্রার্থী যিনি চূড়ান্তভাবে মনোনয়ন দাখিল করার পরে যোগ্য প্রার্থী হওয়ার পরে প্রতীক বরাদ্দের দিন থেকেই নির্বাচনী প্রচারের জন্য উপযুক্ত হবেন।
সরেজমিনে দেখা গেছে, কুমিল্লা-৮ (বরুড়া) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বরুড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইরফান বিন তোরাব আলী বরুড়া পৌরসভার নয়নতলায় অবস্থিত উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সড়কের ওপর ওই গেট নির্মাণ করেছেন।
সড়কের ওপর বাঁশ দিয়ে নির্মিত ওই গেটের চারপাশে সামিয়ানা মোড়ানো। সামিয়ানার ওপর দু’পাশের দুই দিক এবং উপরের পাশে উভয় দিকে মোট ৬টি রঙিন ব্যানার লাগানো। যার প্রতিটিতেই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যানদের ছবিসহ দলীয় প্রতীক লাঙ্গল দেওয়া। প্রতিটি ব্যানারে লেখা আছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ড. ইরফান বিন তোরাব আলীকে লাঙ্গল মার্কায় ভোট দিন। যা নির্বাচন কমিশনের আইন অনুযায়ী সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন।
ঘটনার বিষয়ে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইরফান বিন তোরাব আলী বলেন, আমার কর্মী-সমর্থকরা এ কাজটি করে থাকতে পারে। বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। এমন কিছু করে থাকলে আমাকে দেখান, আমি নির্দেশ দেব তা সরিয়ে ফেলতে।
এ বিষয়ে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মনির হোসাইন খান বলেন, প্রতীক বরাদ্দে আগে এসব প্রচার আচরণবিধি লঙ্ঘন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং বলেন, বিষয়টি সম্পর্কে এখনই জানলাম। আমি এখনই এসিল্যান্ডকে পাঠাচ্ছি।
মন্তব্য করুন