মুন্সীগঞ্জের গজারিয়ায় জমি সংক্রান্ত সালিশ বৈঠকে এক নারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ওই নারীর নাম রোকেয়া বেগম (৭০)। তিনি এবাতউল্লাহর স্ত্রী। পারিবারিক সম্পত্তির বণ্টন নিয়ে শনিবার (৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে সালিশ বৈঠক হয়। সেখানে কথাকাটাকাটির এক পর্যায়ে মারামারি বেধে যায়। পরে ছেলেকে বাঁচাতে গিয়ে মা রোকেয়া বেগম মারা যান।
নিহতের ছেলে সোহেল সরকার জানান, সম্পত্তি নিয়ে চাচাতো ভাইদের সঙ্গে দীর্ঘদিন বিরোধ চলছিল। ভবেরচর ইউনিয়ন পরিষদে অভিযোগ দিলে মাদবররা সালিশ বসান। পরে বিচারকদের সালিশ অপর পক্ষ না মেনে আমার ওপর অতর্কিত হামলা চালায়। পরে আমার মা আমাকে বাঁচাতে এলে মাকে পেটানো হয়। পরে স্থানীয় হাসপাতালে নিলে তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।
এ বিষয়ে গজারিয়া থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. আজাদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহটি আমাদের হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন