হবিগঞ্জে বিএনপির মানববন্ধনকে কেন্দ্র করে পুলিশ-বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষে দুই সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। এর মধ্যে অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন।
সংঘর্ষে গুরুতর আহত গুলিবিদ্ধ মাইটিভির প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ ছাড়া দেশটিভির প্রতিনিধি আমির হামজাসহ অন্তত ২০ জনকে হবিগঞ্জ ও বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় দোকানপাট ও কয়েকটি গাড়ি ভঙচুর করা হয়েছে।
স্থানীয়রা জানান, রোববার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের শায়েস্তানগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ বাধে। দুই ঘন্টব্যাপী সংঘর্ষে পুলিশ, সাংবাদিক, বিএনপির নেতাকর্মীসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। এর মধ্যে অন্তত ২০ জন গুলিবিদ্ধ রয়েছে।
হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক সেলিম জানান, পুলিশের গুলিতে অন্তত ২০ জন গুলিবিদ্ধ ও ১৫ জন অন্যান্যভাবে আহত হয়েছে। তাদের মোট ৩৫ জন নেতাকর্মী আহত হয়েছে। পুলিশের ভয়ে আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, হঠাৎ করে পুলিশের উপর বিএনপির নেতাকর্মীরা আক্রমণ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
মন্তব্য করুন