রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

২৮ অক্টোবরের পর রাজশাহীতে বিএনপির ১৬৩৭ নেতাকর্মী গ্রেপ্তার : মিনু

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রোববার সকালে নগরীর বাটার মোড়ে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি মানববন্ধন আয়োজন করে। ছবি : কালবেলা
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রোববার সকালে নগরীর বাটার মোড়ে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি মানববন্ধন আয়োজন করে। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, গত ২৮ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত রাজশাহীতে এক হাজার ৬৩৭ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সাধারণ মানুষদেরও ধরে নিয়ে গিয়ে তাদের কাছে প্রচুর টাকা ডিমান্ড (দাবি) করছে। টাকা দিতে না পারলে কারাগারে পাঠিয়ে দিচ্ছে।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রোববার (১০ ডিসেম্বর) সকালে নগরীর বাটার মোড়ে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

গ্রেপ্তার নেতাকর্মীদের দ্রুত মুক্তির দাবি জানিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা মিনু বলেন, সরকারের গুম-খুন-নির্যাতন, মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন নেতাকর্মীরা। তাদের পরিবারের সদস্যদের আহাজারি তাদের (আওয়ামী লীগের) হৃদয়ে স্পর্শ করে না।

তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতাকে টিকিয়ে রাখতে বিএনপি নেতাকর্মীদের অন্যায়ভাবে মামলা দিচ্ছে। তবে এই জুলুম চালিয়ে এই সরকারের শেষ রক্ষা হবে না। কারণ এই সরকারকে আন্দোলনের মাধ্যমে পতন ঘটানো হবে।

নির্বাচনী সেন্টারগুলোতে বিশেষ চার পায়ের জন্তু ছাড়া কোনো মানুষ অংশ নেবে না মন্তব্য করে মিজানুর রহমান মিনু বলেন, আজ যারা এই ডামি নির্বাচন করছে, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করবে না, করবে না, করবে না…। রাজশাহীতে আমরা অতীতের মতো প্রমাণ করে দেব ওই নির্বাচনী সেন্টারগুলোতে বিশেষ চার পায়ের জন্তু ছাড়া কোনো মানুষ অংশগ্রহণ করবে না, করবে না, করবে না…।

নেতাকর্মীদের উদ্দেশ্যে মিজানুর রহমান মিনু বলেন, হয় শহীদ না হয় কারাবরণ, এর জন্য সবাইকে প্রস্তুত হতে হবে।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা প্রমুখ।

এদিকে, নগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ির সামনে মানববন্ধন কর্মসূচি পালন করার কথা থাকলেও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান দেখে স্থান পরিবর্তন করে বিএনপি। পরে বাটার মোড়ে অর্থাৎ জয়বাংলা চত্বরে মানববন্ধন করে তারা।

মানববন্ধন চলাকালে সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। মানববন্ধন শেষ করে চলে যাওয়ার সময় সাদা পোশাকে পুলিশ বিএনপির ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেছি। মানববন্ধন শেষ করে কিছুদূর যাওয়ার পর কোনো কারণ ছাড়াই সাদা পোশাকের পুলিশ বিএনপির ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। এদের মধ্যে রয়েছেন, নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম ডিকেন, রাজপাড়া থানা যুবদলের সাবেক সভাপতি মিঠু ও যুবদল নেতা কচি। তবে অপর দুজনের নাম জানাতে পারেননি তিনি।

বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, আটককৃতরা নাশকতার মামলার আসামি। তারা আত্মগোপনে ছিলেন। মানববন্ধনে অংশ নিতে এসেছিলেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২২ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

বৈঠকের পর মামদানির প্রশংসায় ট্রাম্প

শ্রমিকদের স্বার্থে পাঁচ দফা বাস্তবায়নের আহ্বান শেখ বাবলুর

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবি

তারাগঞ্জের কালেক্টরেট বামনদিঘি ইকোপার্ক

ইরাকের সরকার গঠনে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করল যুক্তরাষ্ট্র

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা

১০

আগামী সপ্তাহের মধ্যে ইউক্রেনকে শান্তি পরিকল্পনা মানতে হবে: ট্রাম্প

১১

ভেড়ামারায় দুর্বৃত্তের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

১২

রুয়েট প্রাক্তন ছাত্রদল অ্যাসোসিয়েশন সভাপতি তুষার, সম্পাদক হাবীব

১৩

ভূমিকম্পে শিশু উন্নয়ন কেন্দ্রে ৪১ জন আহত

১৪

ক্যারিয়ার শেষে কত উইকেট চান জানালেন তাইজুল

১৫

 ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে রাজউকের তাৎক্ষণিক পরিদর্শন

১৬

মেসিকে ফিরিয়ে আনার ব্যাপারে যা বললেন ফ্লিক

১৭

গৌহাটি টেস্টের আগে ভারত শিবিরে দুঃসংবাদ

১৮

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৯

এই প্রজন্মে অন্ধ আনুগত্য, ভাই পলিটিক্স চলবে না : শিবির সভাপতি

২০
X