নির্বাচন কমিশনে আপিল মঞ্জুর হওয়ায় প্রার্থিতা ফিরে পেলেন সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট হালিমুল হক মিরু।
রোববার (১০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে শুনানি শেষে তার আপীল আবেদনটি মঞ্জুর করায় প্রার্থিতা ফিরে পান তিনি। স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরু নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (৪ ডিসেম্বর) বাছাইয়ের দিনে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর যাচাইয়ে একজন ভোটার অস্বীকার করায় হালিমুল হক মিরুর প্রার্থিতা বাতিল করে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
পরে রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে হালিমুল হক মিরু নির্বাচন কমিশনে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন।
মন্তব্য করুন