রংপুরের পীরগাছায় ব্যাটারী চালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের নেকমামুদ ভাটারপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকাল ১১ টার দিকে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে দ্রুতগতির দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ১২ যাত্রী আহত হয়। তাদের মধ্যে সাইদুল ইসলাম, আব্দুল আজিজ, আব্দুল গফুর, জীবন সরকার ও জুয়েল রানাকে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল বলেন, আহতরা সকলে পীরগাছা উপজেলার বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শরিফুল ইসলাম বলেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।
এদিকে সকাল ৯ টার দিকে উপজেলার দিলালপাড়া হতে চৌধুরাণী সড়কে মোটরসাইকেলের সঙ্গে ভ্যানের ধাক্কা লেগে মিশা আক্তার (১৮) নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাকেও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
মন্তব্য করুন