হিমালয়ের কাছাকাছি হওয়ায় বরাবরই শীতের প্রকোপ একটু বেশি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায়। গত কয়েক দিন তেঁতুলিয়ায় তাপমাত্রা দ্রুত কমছে। যা আজ আরও কমে ১৩.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় এ রেকর্ড করা হয়। এটি গতকাল রোববারের (১০ ডিসেম্বর) চেয়ে কম। আবহাওয়া অফিস সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ কালবেলাকে বলেন, তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। আজ সকাল ৯ টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তবে সামনের দিনে তাপমাত্রা আরও কমতে পারে।
এদিকে উত্তরের হিমেল হওয়ায় শীতের তীব্রতা বেড়েই চলেছে। শীতে চরম দুর্ভোগে পড়েছেন শ্রমিক, রিকশা-ভ্যান চালকসহ শ্রমজীবীরা। দৈনন্দিন আয় কমে গেছে দিনমজুরসহ খেটে খাওয়া মানুষের। পরিবার-পরিজন নিয়ে তারা কষ্টে দিনযাপন করছেন। বিভিন্ন এলাকায় খড়কুটো জ্বালিয়ে বাড়ির আশপাশে এবং পথঘাটে শীতার্তদের শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। এ ছাড়া শিশু এবং বয়স্ক মানুষ শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে।
মন্তব্য করুন