মানিকগঞ্জ সদর উপজেলা থেকে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুল রহমান সজিবকে গ্রেপ্তার করেছে র্যাব-৪ এর একটি দল। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোস্তা-মানতা গ্রাম দিয়ে অটোরিকশা করে যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জে র্যাব-৪ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন।
তিনি জানান, চলমান অবরোধে তাদের বিরুদ্ধে নাশকতা মামলা থাকায় গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরের দিকে র্যাবের একটি দল তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের সদর থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন