রাজশাহী নগরীতে ট্রাফিক পুলিশকে লাথি মারার অভিযোগে রানী (৪৫) নামের এক নারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানার গণকপাড়া এলাকায় হোটেল রহমানিয়ার সামনে এ ঘটনা ঘটে। আটক রানীর বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, এই নারী মানসিকভাবে অসুস্থ।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, নগরীর গণকপাড়া এলাকায় হোটেল রহমানিয়ার সামনে দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল মো. বজলু যানবাহন তল্লাশিতে সহযোগিতা করছিলেন। এ অবস্থায় রিকশা করে যাত্রী রানী ব্যারিগেট অতিক্রম করে যেতে চাইলে ট্রাফিক কনস্টেবল তাকে বাধা দেন। এতে বিরক্ত হয়ে ওই নারী পুলিশ সদস্য বজলুর সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে রানী রিকশা থেকে নেমে ট্রাফিক কনস্টেবলকে লাথি মারেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাফিক পুলিশ কনস্টেবল বজলুর সঙ্গেই দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট সাবিহা খাতুন। তিনি সঙ্গে সঙ্গে বোয়ালিয়া থানা পুলিশকে খবর দেন। বোয়ালিয়া থানা পুলিশ গিয়ে রিকশার যাত্রী রানীকে ধরে নিয়ে থানায় যান।
ওসি হুমায়ন কবির আরও জানান, ওই নারীর পরিবার দাবি করছেন রানি মানসিকভাবে অসুস্থ। তিনি পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তার পরিবারের এমন দাবির পরিপ্রেক্ষিতে চিকিৎসাপত্র আনতে বলা হয়েছে।
মন্তব্য করুন