চলমান আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে ৩৬ ঘণ্টা অবরোধ সফল করার লক্ষ্যে টাঙ্গাইলে বিএনপির ঝটিকা মিছিল হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের বেবিস্ট্যান্ড এলাকা থেকে আরিচা রোডে উপজেলা বিএনপির নেতারা এ ঝটিকা মিছিল করেন।
টাঙ্গাইল শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাদিউজ্জামান সোহেল, শহর বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজের নেতৃত্বে এ ঝটিকা মিছিলটি বের করা হয়।
এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও মিছিলে অংশগ্রহণ করেন।
নেতারা বলেন, যতক্ষণ পর্যন্ত ১ দফা দাবি আদায় ও একতরফা নির্বাচন বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। এ সরকারের পতন নিশ্চিত করেই আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ।
মন্তব্য করুন