রাজশাহীর বাঘা উপজেলাধীন ছাতারী এলাকায় পণ্যবাহী ট্রাকে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালক শ্রী মানিক দাস (৪০) গুরুতরভাবে আহত হয়েছেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার প্রাণিসম্পদ অফিসের কাছে এ ঘটনাটি ঘটে। বাঘা থানার ওসি মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী থেকে চাউল বোঝাই করে ট্রাকটি কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। বাঘা উপজেলার ছাতারী (প্রাণিসম্পদ অফিস) সামনে আসলে দুর্বৃত্তরা ট্রাকটিতে ককটেল নিক্ষেপ করে। এতে ট্রাকটিতে আগুন লেগে যায় এবং চালকের মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশ ঝলশে যায়। আহত চালককে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়।
বাঘা থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী চাউল ভর্তি একটি ট্রাক প্রাণিসম্পদ অফিসে কাছে পৌঁছালে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। এতে ট্রাকটিতে আগুন লেগে যায়।এতে চালক শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল পাঠানো হয়েছে। বুধবার সকালে কুষ্টিয়া থেকে ট্রাকচালকের আত্মীয় ও চাউলের মালিক এসেছেন। তাদের সব বুঝিয়ে দেওয়া হবে।
মন্তব্য করুন