ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে আ.লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয় বন্ধ, জরিমানা

হরিশংকরপুর গ্রামে নির্বাচনী প্রচার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা
হরিশংকরপুর গ্রামে নির্বাচনী প্রচার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা

নির্বাচনী বিধিমালা ভঙ্গের অভিযোগে ঝিনাইদহ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর দুটি নির্বাচনী কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় নুরনবী নামের এক কর্মীকে পাঁচ হাজার টাকার অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর গ্রামে অভিযান চালিয়ে নৌকা প্রার্থীর অফিস অপসারণ করে এ অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনে সব ধরনের সহিংসতা রোধে নির্বাচন কমিশন ঘোষিত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক নির্বাচনী এলাকায় টহল দিয়ে বেড়াচ্ছেন। এ সময় তারা দেখেন প্রতীক বরাদ্দের আগেই হরিশংকরপুর ইউনিয়ন পরিষদের সামনে ও পানামী গ্রামে নির্বাচনী কার্যালয় খুলে নৌকা প্রতীকের পক্ষে প্রচার চালাচ্ছিলেন আওয়ামী লীগ দলীয় প্রার্থীর কর্মী সমর্থকরা। খবর পেয়ে ঝিনাইদহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্বাচনী কার্যালয় দুটি অপসারণ এবং নৌকা প্রার্থীর কর্মী মো. নুরনবীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম জানান, জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১২ ধারা অনুযায়ী কোনো রাজনৈতিক দল কিংবা দল মনোনীত ব্যক্তি বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। এ ছাড়া ৮ (ক) ধারায় বলা আছে, কোনো রাজনৈতিক দল কিংবা দল মনোনীত ব্যক্তি বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ট্রাক-বাস, মোটরসাইকেল কিংবা অন্য কোনো যান্ত্রিক যানবাহন সহকারে মিছিল বা শোডাউন করতে পারবেন না। এ ধারা যারাই অমান্য করছে আমরা তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের যে কারাগারে বন্দি শহিদুল আলম

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, টিটিপি প্রধান নিহতের গুঞ্জন

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল

এককভাবে সরকার গঠন করবে বিএনপি : এমরান চৌধুরী

‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে রংপুর অচল করে দিতে বাধ্য হবো’

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না : লায়ন ফারুক

ট্রেনে কাটা পড়ে যুবকের পা বিচ্ছিন্ন

বৃহত্তর মিরপুরে সম্মিলিত খতমে নবুওয়ত ওলামা সম্মেলন অনুষ্ঠিত

দেশ বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই : টুকু

গোলটেবিল বৈঠকে বক্তারা / বস্তিবাসী ও শহীদ পরিবারের ন্যায্য দাবি মেনে নিন

১০

মা-মেয়েকে গলা কেটে হত্যা

১১

রাজধানীতে ১৭ ছাত্র সংগঠনের সঙ্গে জাগপা ছাত্রলীগের বৈঠক

১২

হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, যুবককে খুঁজছে পুলিশ

১৩

এনসিটিবির নামে ‘নকল’ ছাপাখানা, আটক ৫ 

১৪

পচা চাল ক্রয়, বাচ্চু মিয়াকে বাধ্যতামূলক অবসর

১৫

শহিদুল আলমসহ নৌবহর থেকে আটক ব্যক্তিদের কারাগারে বন্দি

১৬

পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন আইসক্রিম বিক্রেতা রফিকুল

১৭

গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবা তারেক রহমানের অঙ্গীকার : সাঈদ

১৮

চাকসু নির্বাচনের প্রচারে এগিয়ে ছাত্রদলের প্যানেল

১৯

জনপ্রশাসনের এপিডি এরফানুল হককে বদলি

২০
X