পাবনা জেলা ছাত্রলীগের দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের অব্যাহতি দেওয়া হয়। একইসঙ্গে তাদের স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর সুপারিশও করা হয়েছে।
অব্যাহতিপ্রাপ্ত দুই নেতা হলেন, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মুস্তাকিম মুহিব ও জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক শীষ মোহাম্মদ।
পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ ও সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংগঠনটির সভাপতি মিজানুর রহমান সবুজ বলেন, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ছাত্রলীগের নির্বাচন সংক্রান্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় পাবনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেনের ছেলে জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মুস্তাকিম মুহিব ও সাবেক সহসম্পাদক শীষ মোহাম্মদের নেতৃত্বে হামলা চালানো হয়। এ সময় ভাঙচুরও করা হয়। পরিস্থিতি শান্ত করতে জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ এগিয়ে গেলে তাকেও আঘাত করা হয়।
এ ঘটনার পর জেলা ছাত্রলীগের এক জরুরি বৈঠকে তাদের দুজনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়। অন্যদিকে কেন্দ্রীয়ভাবে তাদের স্থায়ী বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে।
এ ব্যাপারে মুস্তাকিম মুহিব বলেন, সামান্য অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে এ ঘটনার সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। ঈর্ষান্বিত হয়ে একটি মহল তিলকে তাল বানিয়ে ঘটনাটি অপ্রত্যাশিত রূপ দিয়েছে।
মন্তব্য করুন