চট্টগ্রাম নগরের শেরশাহ এলাকার কবির কলোনিতে গত ৭ ডিসেম্বর লাগা আগুনে সব হারিয়ে নিঃস্ব হয়ে যান পোশাকশ্রমিক নাজমা আক্তার। আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘরে রাখা সব আসবাবপত্র, পোশাক-আশাক ও প্রয়োজনীয় জিনিস। সেই সঙ্গে পুড়ে ছাই হয়ে যায় সন্তানদের স্কুলে ভর্তির জন্য জমানো সব টাকা। ফলে সন্তানদের স্কুলে ভর্তি নিয়ে চরম দুশ্চিন্তায় ভুগছিলেন এ পোশাক শ্রমিক।
ঠিক সে সময় নিঃস্ব নাজমা আক্তারের পাশে দাঁড়িয়েছে তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। নগদ সহায়তা হিসেবে দিয়েছেন ২৫ হাজার টাকা।
শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে অসহায় নাজমা আক্তারের বাড়ি গিয়ে ড. হাছান মাহমুদের পক্ষে এ সহায়তা দেন তথ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ।
এ বিষয়ে কালবেলাকে এমরুল করিম রাশেদ বলেন, বছরজুড়ে অল্প অল্প করে সন্তানদের স্কুলে ভর্তি করতে টাকা জমান পোশাকশ্রমিক নাজমা আক্তার। কিন্তু গত ৭ ডিসেম্বর এক অগ্নিকাণ্ডে জমানো টাকাসহ ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। সবকিছু পুড়ে গেলেও দুঃখ কম নাজমার, তার চিন্তা নতুন বছরে কীভাবে স্কুলে ভর্তি করাবে সন্তানদের। এ খবর শুনে তথ্যমন্ত্রী আমাকে পাঠান। নগদ সহায়তা হিসেবে তাকে ২৫ টাকা টাকা দেওয়া হয়েছে।
তিনি বলেন, নগদ অর্থ সহায়তার পাশাপাশি তথ্যমন্ত্রীর ভিজিটিং কার্ড দিয়ে আসা হয়েছে তাকে। তথ্যমন্ত্রী নাজমা আক্তারের খবর রাখছেন। আশা করা যায়, এখন সন্তানদের ভর্তি করানো, বইখাতা কেনাসহ পরিবারের আনুষঙ্গিক খরচ চালানো সম্ভব হবে।
এদিকে তথ্যমন্ত্রীর সহায়তা পেয়ে খুশি নাজমা আক্তার। তিনি বলেন, আগুনে সব পুড়ে যাওয়ায় আমি নিঃস্ব হয়ে গিয়েছিলাম। সন্তানদের ভর্তিও এক প্রকার অনিশ্চিত হয়ে পড়ে। তথ্যমন্ত্রীর এমন সহযোগিতা আমি সারাজীবন মনে রাখব। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের জন্য আমি দোয়া করি। তিনি সারাজীবন ভালো থাকুক। আওয়ামী লীগের জন্যও দোয়া করছি, কারণ তারা ক্ষমতায় আছে বলেই আমরা অসহায়রা সহযোগিতা পাই।
মন্তব্য করুন