দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

অযত্ন অবহেলায় দেবীগঞ্জের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ

দিনের বেলায় কাপড় শুকাতে দেওয়া হয়েছে স্মৃতিস্তম্ভে। ছবি : কালবেলা
দিনের বেলায় কাপড় শুকাতে দেওয়া হয়েছে স্মৃতিস্তম্ভে। ছবি : কালবেলা

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় না মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতি চির জাগরুক রাখতে নির্মিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে।

শনিবার (১৬ ডিসেম্বর) সরজমিনে গিয়ে দেখা যায়, প্রশাসনের নিয়মিত নজরদারি না থাকায় রাতের আঁধারে দেবীগঞ্জ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ হয়ে ওঠে মাদকসেবীদের অভয়াশ্রম। এ ছাড়া দিনের বেলায় সেখানে কাপড় শুকাতে দেওয়া হয়। স্মৃতিস্তম্ভের চারদিকে ফেলা হয় বাসা-বাড়ির ময়লা আবর্জনা। দূর থেকে দেখলে মনে হয় দেবীগঞ্জ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে আছে। এ ছাড়া নির্মাণের পর থেকে ব্যবহার না করায় ইতোমধ্যে নষ্ট হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের পাশে নির্মাণ করা টয়লেটসহ অন্যান্য জিনিসপত্র।

এদিকে, দেবীগঞ্জের যে স্থানটিতে মুক্তিযুদ্ধের কোনো স্মৃতি নেই সেই স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ করেন মুক্তিযোদ্ধারা। এ ছাড়া প্রশাসনের অবহেলায় এটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে বলেও অভিযোগ করা হয়‌।

এবিষয়ে যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ কে ভুঁইয়া বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভটি এখানে কীভাবে কার পরামর্শে করা হলো আমি জানি না। এখন যেহেতু মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছে সেহেতু এটির যথাযথ মর্যাদা দেওয়া উচিত। স্মৃতিস্তম্ভে কাপড় শুকানো হচ্ছে, পাশেই ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। এতে করে মুক্তিযোদ্ধাদের সম্মান ক্ষুণ্ন হচ্ছে।

জাতীয় বিভিন্ন দিবসগুলো বিশেষত, স্বাধীনতা দিবস এবং বিজয় দিবসেও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না দেবীগঞ্জ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ। দেওয়া হয় না কোনো ধরনের শ্রদ্ধাঞ্জলি। অন্যদিকে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ থাকতেও বিজয় চত্বরের মঞ্চে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা নিয়ে উঠেছে সমালোচনা।

এবিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম বলেন, এটি কোনো প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়েছে, সেটি খোঁজখবর নিয়ে দেখতে হবে। স্মৃতিস্তম্ভে কারা ময়লা আবর্জনা ফেলতেছে আমরা খোঁজখবর নিচ্ছি এবং দ্রুত যথাযথভাবে এটি রক্ষণাবেক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসী ও মুক্তিযোদ্ধাদের দাবি, মুক্তিযুদ্ধের এই স্মৃতিস্তম্ভটি দ্রুত সংস্কার ও রক্ষণাবেক্ষণ করে প্রতি বছর বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হোক।

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধে প্রাণ বিসর্জন দেওয়া শহীদদের স্মৃতি ধরে রাখতে ২০১৯ সালে সারা দেশের ন্যায় পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার বাবুপাড়া সংলগ্ন সরকারি খাস জমিতে প্রায় ২৭ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় দেবীগঞ্জ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে করতে গিয়ে ফেঁসে গেলেন এনামুল

শেখ ফয়েজ গ্রেপ্তার

দিনভর উত্তাল চট্টগ্রাম

যুবককে কুপিয়ে হত্যা

বিয়েতে মাইক বাজানোর শাস্তি বেত্রাঘাত!

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তিবাসীর পাশে যুবদল নেতা

বড়পুকুরিয়ায় কয়লা স্তূপে ধস

চবিতে ভুয়া শিক্ষার্থী আটক

ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন সভাপতি হাবিব উল্লাহ ডন

জনগণের ভোটের আঘাতে সব ষড়যন্ত্র ধসে পড়বে : গয়েশ্বর

১০

স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের নির্ভরতায় সশস্ত্র বাহিনী

১১

সিরামিক এক্সপো ২০২৫ প্রারম্ভে - ডিবিএল সিরামিকস সৌজন্যে প্রীতি ফুটবল ম্যাচ

১২

জেলে বসেই অনার্সে ফার্স্ট, ১২ বছর পর মাস্টার্সেও প্রথম স্থান—কে এই শিবির নেতা?

১৩

ভাতিজার লাথিতে প্রাণ গেল চাচার

১৪

বহিষ্কৃত ৭৪ নেতাকে ‍নিয়ে বিএনপির সিদ্ধান্ত

১৫

কর্মবিরতির ঘোষণা শিক্ষকদের / প্রাথমিকের বার্ষিক পরীক্ষা ঘিরে অনিশ্চয়তা

১৬

মা ও দুই শিশুর মরদেহ পৃথক স্থানে দাফন, মামলা হয়নি এখনো

১৭

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে : সেলিমা রহমান

১৮

বিশ্বকাপ ড্র ফরম্যাটে বড় পরিবর্তন আনল ফিফা

১৯

গোলাম রাব্বানীর ছাত্রত্ব ও এক পদ বাতিল করল ঢাবি

২০
X