শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
ফরিদপুর (আলফাডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ১

গ্রেপ্তার যুবক সনাতন মালো ওরফে সোনাই। ছবি : কালবেলা
গ্রেপ্তার যুবক সনাতন মালো ওরফে সোনাই। ছবি : কালবেলা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক রাতে ৩টি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ওই যুবককে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

গ্রেপ্তার যুবক সনাতন মালো ওরফে সোনাই আলফাডাঙ্গা পৌর সদরের মৃত নিতাই মালোর ছেলে।

রোববার (১৭ ডিসেম্বর) রাত ২টার দিকে আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক বিনয় বাড়ৈ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চুয়াল্লিশের মোড় নামক এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, বিজয় দিবসের রাতে আলফাডাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কেন্দ্রীয় হরি মন্দির, শ্রী বিষ্ণু পাগলের মন্দির এবং ৭ নম্বর ওয়ার্ডের শ্রীশ্রী দামুদর আখড়া মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটে। ৩টি মন্দিরের মোট ১০টি প্রতিমা ভাঙচুর করা হয়। প্রতিমা ভাঙচুরের পরের দিন ১৭ ডিসেম্বর আলফাডাঙ্গা থানায় একটি মামলা হয়।

পুলিশ সুপার মো. শাজাহান কালবেলাকে বলেন, প্রতিমা ভাঙচুরের ঘটনার পরে পুলিশ খুব তৎপর ছিল তারই ধারাবাহিকতায় বিষ্ণু পাগল আস্তানা মন্দিরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, প্রতিমা ভাঙচুরের রাত ২টা ১৫ মিনিটে এক ব্যক্তি মন্দিরে প্রবেশ করে এবং রাত ২টা ৩৬ মিনিটে বের হয়। পরে স্থানীয়দের কাছে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার নাম-পরিচয় বেরিয়ে আসে। এরপর তথ্য অনুযায়ী সোনাই মালোকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তারের পর আসামি সনাতন মালো জিজ্ঞাসাবাদে প্রতিমা ভাঙচুরের কথা স্বীকার করে। সোনাই মালো জানান, সে মনসা পূজা করত, সাপ তাকে দুই বছর যাবত স্বপ্নে বিরক্ত করছে। তাই তিনি বিভিন্ন পূজামণ্ডপে যেসব মূর্তি ও প্রতিমার সঙ্গে শিব বা মহাদেবের মূর্তি আছে সেগুলোর মুখমণ্ডল হাত দিয়ে ভেঙে ফেলেন। কারণ শিব বা মহাদেবের গলায় সাপ জড়ানো থাকে। তাই মূর্তির সঙ্গে যে সাপ থাকে সেগুলোও ভেঙে ফেলেন।

সোনাই আরও জানান , বিষ্ণু পাগলের মন্দিরে রক্ষিত দূর্গা, সরস্বতী, লক্ষ্মীর যে প্রতিমা আছে সেগুলো আসল না এবং তারাও সাপের রূপ ধারণ করে তাকে ভয় দেখায়। এ কারণে ওই মূর্তিগুলোর মুখ ভেঙে দেয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইমদাদ হুসাইন (সদ্য এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা (সদ্য এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মো. আবদুল্লাহ বিন কালাম (সদ্য এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত), সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. মিজানুর রহমান, আলফাডাঙ্গা থানার ওসি সেলিম রেজাসহ পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকরা।

উল্লেখ্য, এ ঘটনায় প্রতিবাদে শনিবার ১৬ ডিসেম্বর সন্ধ্যায় বিক্ষোভ মিছিল এবং রোববার ১৭ ডিসেম্বর আলফাডাঙ্গা চৌরাস্তা এলাকায় মানববন্ধন করে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদসহ সনাতনী বিভিন্ন সংগঠন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

এশিয়া কাপ দলে জায়গা পেয়ে সোহানের কৃতজ্ঞতার বার্তা

ঘুষ কেলেঙ্কারিতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

১০

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

১১

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

১২

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

১৩

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

১৪

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১৫

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

১৬

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

১৭

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

১৮

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

১৯

জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

২০
X