কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে একই পরিবারের দুই ভাইয়ের ৫টি ঘর পুড়ে ছাই হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের বাসিন্দা সাইফুর রহমান ও তার ভাই আব্দুর রহিমের বাড়িতে অগ্নিকাণ্ডের এই দুর্ঘটনা ঘটে। এতে ওই পরিবারের প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে জানান তারা।
পরিবারের বরাত দিয়ে তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান জানান, সোমবার রাতে ওই বাড়ির সকলে ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে হঠাৎ আগুন দেখতে পেয়ে পরিবারের সবার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে।
পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে সাইফুর রহমানের ৩টি ও তার ভাই আব্দুর রহিমের ২টি ঘর পুড়ে যায়। এ সময় ঘরে থাকা নগদ ১৫ হাজার টাকা ও ২৫ মণ ধানসহ ঘরের সব জিনিসপত্র পুড়ে যায়। প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার থেকে জানানো হয়। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আগুন লাগার সঠিক কোনো কারণ জানাতে পারেননি ক্ষতিগ্রস্ত আব্দুর রহিম। তিনি বলেন, ঘরের যাবতীয় জিনিসপত্র পুড়ে গেছে। পরনের কাপড় ছাড়া পরিবারের সদস্যদের কোনো কিছু বের করতে পারিনি। এক রাতে আমি নিঃশ্ব হয়ে গেলাম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম জানান, আগুন লাগার বিষয়টি জেনেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিকভাবে শুকনো খাবার ও কম্বল প্রদান করা হয়েছে। লিখিত আবেদন পেলে প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।
মন্তব্য করুন