কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

৭ জানুয়ারি গণতন্ত্রের উৎসব পালিত হবে : ড. মো. সাজ্জাদ

অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন। ছবি : সংগৃহীত
অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন বলেছেন, আগামী ৭ জানুয়ারি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে দেশি-বিদেশি সব ষড়যন্ত্রের জবাব দিয়ে গণতন্ত্রের উৎসব পালিত হবে। দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং অপরাজনীতিমুক্ত, দারিদ্র্যমুক্ত, শিক্ষা সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে পটিয়া সরকারি কলেজ মিলনায়তনে অ্যাডুকেশন রিসার্চ ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ (ইআরডিএফবি) আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রের উৎসব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্ব করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের প্রফেসর ড. এ এইচ এম সেলিম উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান, পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. রকিবা নবী, চুয়েটের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. স্বপন কুমার রায়, চুয়েটের ইংরেজি বিভাগের প্রফেসর ড. কামরুল হাসান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ, মোসলেহ উদ্দীন মনসুর, পটিয়া পৌরসভা মেয়র আইয়ুব বাবুল, বীর মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব, বাংলাদেশ আন্তর্জাতিক যুব প্রতিনিধি মুসাদ্দিকুল ইসলাম, মওলানা এস এম মিছবাউল হক, সাংবাদিক নয়ন শৰ্মা, মো: আবু তাহের, মণ্ড: এস এম আবদুর রসুল (আক্কাস), মৌলানা আবদুল জব্বার নুরী, মৌলানা আবদুর রহমান, মৌলানা আহামদ ছফা রেজভী, মৌলানা দিদারুল ইসলাম, মুহাম্মদ আব্বাস আলী, মো. সোহেল চৌধুরী, মাওলানা ছৈয়দ এমরানুল হক, মুহাম্মদ সিদ্দিক, মুহাম্মদ কুতুব উদ্দিন আনসারী, আবু ছালেহ, মো. আবদুল মালেক, মুহাম্মদ নাজিম উদ্দিন কাজেমী, মাওলানা মোবারক হোসেন, কাজী আবদুল ওয়াজেদ জাহিন প্রমুখ।

প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন আরও বলেন, বর্তমানে হরতাল-অবরোধের নামে জ্বালাও-পোড়াওসহ যেসব অপকর্ম চলছে-তা সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। দেশকে এসব অপরাজনীতি থেকে মুক্ত করতে হবে। তা না হলে দেশকে দারিদ্র্যমুক্ত করা যাবে না। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা যাবে না। তিনি বলেন, একটা শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে পারলে সমাজের সব অন্ধকার দূরীভূত হবে।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এ রাষ্ট্র কারও দয়ায় তৈরি হয়নি। বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে এ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। অপরাজনীতিমুক্ত, দারিদ্র্যমুক্ত ও শিক্ষা সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতিতে আসার ব্যাপারে যা বললেন তামিম

তুরস্ক-সৌদি-ইরান-পাকিস্তান মিলে ইসলামিক আর্মি গঠনের প্রস্তাব

ঈদের ১৫ দিনে সড়কে ঝরেছে ৩৯০ প্রাণ

মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

নেতানিয়াহুর ওপর বিশ্বাস রাখতে পারছে না ইসরায়েলিরা

আসামির তালিকা প্রকাশের পর ছাত্রলীগ নেতা হয়ে গেলেন বিএনপি 

দেখে নিন ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের ম্যাচের সূচি

বিএনপি মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

মানবতাবিরোধী অপরাধ / ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন

৫ অক্টোবর কলম্বোতে ভারত-পাকিস্তান মহারণ

১০

ইরানের জনগণ কি আসলেই সরকার পাল্টাতে চাইছে?

১১

যেসব মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন এইচএসসি পরীক্ষার্থীরা

১২

চ্যানেল ১৪-এর রিপোর্ট / ইরানে কী কায়েম করতে চায় ইসরায়েল

১৩

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মাস্ক ও স্যানিটাইজার বাধ্যতামূলক

১৪

বিএনপির এমপি মনোনয়ন পেতে লাগবে তিন যোগ্যতা

১৫

স্পষ্ট করে বলতে চাই, আমি অসুস্থ প্রতিযোগিতায় নেই : অপু 

১৬

তেহরান ছেড়ে যাচ্ছে মানুষ

১৭

কক্সবাজারে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৩

১৮

দুই যুবককে অমানুষিক নির্যাতন, ভিডিও ভাইরাল 

১৯

ইরানের হামলায় ইসরায়েলের বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত

২০
X