সুনামগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টায় শহরের বড়পাড়া এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, সুনামগঞ্জ-সিলেট সড়কের কাঠইড়ে গাড়ি ভাঙচুরসহ চারটি দ্রুত বিচার আইনের মামলার আসামি জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন। তাকে গ্রেপ্তার করার জন্য কয়েকদিন ধরেই বড়পাড়া এলাকায় সাদা পোশাকে পুলিশ অবস্থান করছিল। পুলিশের কাছে খবর ছিল পলাতক আসামি তোফাজ্জল দিনের বেলা মাঝে মধ্যে বাড়িতে আসেন। বুধবার দুপুর ১২টায় বাড়িতে এসে বসতঘরে প্রবেশের সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সুনামগঞ্জ সদর থানার ওসি খালেদ চৌধুরী জানিয়েছেন, তোফাজ্জল বিশেষ ক্ষমতা আইনের কয়েকটি মামলার আসামি। বুধবার থানায় রেখেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
মন্তব্য করুন