সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী জান্নাত আরা তালুকদারের পক্ষে প্রচারে নেমেছেন সাংস্কৃতিক কর্মীরা।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে নৌকার পক্ষে প্রচারে নামে ৪০টিরও বেশি সাংস্কৃতিক ও নাট্যসংগঠনের কর্মকর্তা ও সদস্যরা। শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কে গানে গানে প্রচারাভিযান চালায় সাংস্কৃতিক কর্মীরা।
নৌকার প্রার্থী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ড. জান্নাত আরা হেনরী এ প্রচারাভিযানের উদ্বোধন করেন। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, নাট্যফেডারেশনের রাজশাহী বিভাগীয় প্রেসিডিয়াম সদস্য মমিন বাবু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলু, কণ্ঠশিল্পী সূর্য বারী, নাট্যফেডারেশনের সভাপতি গোলজার হোসেন প্রমুখ।
মন্তব্য করুন