‘নৌকা মানেই চমক সুতরাং সকলের উচিত নৌকার পক্ষে কাজ করা। কে নমিনেশন পেল কে পেল না এগুলো না ভেবে সকলেরই নৌকার পক্ষে কাজ করা উচিত বলে আমি মনে করি।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ -৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনে টুঙ্গিপাড়ায় নৌকার প্রচার করতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান।
তিনি বলেন, ‘শেখ হাসিনা আছে বলেই দেশ আজ উন্নত দেশে পরিণত হয়েছে। সুতরাং আমি মনে করি সকলের নৌকার পক্ষে কাজ করা উচিত, উন্নয়নের পক্ষে কাজ করা উচিত।’
আজ বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে পাটগাতি বাসস্ট্যান্ডে বিভিন্ন দোকানে গিয়ে ও জনগণের কাছে গিয়ে নৌকার পক্ষে ভোট চান।
প্রচারকালে তিনি বলেন, ‘বাংলাদেশে সবাই ভোট দেয়, সবাই এমপি নির্বাচিত করে কিন্তু টুঙ্গিপাড়া ও কোটালীপাড়াবাসী ভোট দিয়ে স্বয়ং বঙ্গবন্ধুকন্যাকে ভোট দিয়ে নির্বাচিত করে। সুতরাং আপনাদের সকলকে সচেতন হতে হবে এবং আওয়ামী লীগের পক্ষে সকলে একত্র হয়ে কাজ করতে হবে।’
এ সময় নির্বাচন উপলক্ষে সকল প্রকার নাশকতা ঠেকাতে এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
মন্তব্য করুন