সোনারগাঁ (নারায়নগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ০৩:২৪ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে নৌকা প্রার্থীসহ ১০ চেয়ারম্যানকে শোকজ

নারায়ণগঞ্জে নৌকা প্রার্থীসহ ১০ চেয়ারম্যানকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জে নৌকা প্রার্থীসহ ১০ চেয়ারম্যানকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাত এবং উপজেলা ও ইউপি চেয়ারম্যানসহ ১০ ইউপি চেয়ারম্যানকে শোকজ করেছে বিচারকদের নিয়ে গঠিত নির্বাচন অনুসন্ধান কমিটি।

বুধবার (২০ ডিসেম্বর) আসনটিতে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন অনুসন্ধান কমিটির সভাপতি জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ মোহসিনা ইসলাম নোটিশটি ইস্যু করেন।

নৌকার প্রার্থী ছাড়া অন্য নোটিশপ্রাপ্তরা হলেন- সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন, পিরোজপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, বৈদ্দেরবাজার ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, সাদিপুর ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ মোল্লা, কাঁচপুর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, জামপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ভুঁইয়া, বারদী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ও মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ।

নৌকার প্রার্থীকে পাঠানো নোটিশে বলা হয়, গত ১৯ ডিসেম্বর তিনি শতাধিক মোটরসাইকেলসহ হাজারো নেতাকর্মী নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল করেন, যা যান চলাচলে বিঘ্ন ঘটায়। প্রার্থীর এ আচরণ জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধির ৬ (ঘ) ও ৮ (ক) সুস্পষ্ট লঙ্ঘন। গণমাধ্যমের সংবাদেও বিষয়টি প্রকাশিত হয়েছে।

চেয়ারম্যানদের নোটিশে বলা হয়েছে, তারা সরকারি গাড়ি নিয়ে, জ্বালানি পুড়িয়ে নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচন সমন্বয়কারী হাফেজ মাহমুদুল আনোয়ার এ সংক্রান্ত বিষয়ে অনুসন্ধান কমিটির কাছে লিখিত অভিযোগ দিয়েছে। এ অভিযোগের প্রেক্ষিতে চেয়ারম্যানদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে নোটিশে উল্লেখ রয়েছে।

জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাত বলেন, ‘দীর্ঘদিন এ আসনটিতে নৌকার প্রার্থী ছিল না। এবার প্রার্থী পেয়ে আনন্দিত হয়ে দলীয় নেতাকর্মীরা মিছিল করেছেন। মূলত মিছিলটি ছিল দলের কেন্দ্রীয় আনন্দ মিছিল কর্মসূচির অংশ হিসেবে। আমরা সরাসরি মহাসড়কে ছিলাম না, ডাইভারশন রোডের ওপর ছিলাম। আমরা কোনো যানজট তৈরি করিনি।’

যোগাযোগ করা হলে উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভূঁইয়া বলেন, তিনি সরকারি গাড়ি ব্যবহার করেননি।

অপর দুই ইউপি চেয়ারম্যান বলেন, ইউপি চেয়ারম্যানদের নামে সরকারি গাড়ি বরাদ্দ থাকে না। সুতরাং সরকারি গাড়ি ব্যবহার করার কোনো সুযোগ নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার পিএসএলেও দেখা যাবে হায়দরাবাদ দল

জামায়াতে কোনো রাজাকার ছিল না : মেজর আক্তারুজ্জামান

ফোন-ল্যাপটপ বিক্রি বা সারাতে দেওয়ার আগে যেসব কাজ করা জরুরি

স্বর্ণের দাম আরও কমলো

নোয়াখালীর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন সৌম্য

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা

মুস্তাফিজকে আইপিএলে ফেরানোর ‘টোপে’ রাজি হয়নি বিসিবি!

‘মহাশ্মশান’ নিয়ে ফিরল সোনার বাংলা সার্কাস

রাজধানীতে লাইফস্টাইল মেলা, চলবে ৩ দিন

কানাডার হয়ে খেলতে ভারতের নাগরিকত্ব ছাড়লেন তারকা খেলোয়াড়!

১০

মাদুরোর মতো আরেক নেতাকে ধরার আহ্বান জেলেনস্কির

১১

উপদেষ্টা পরিষদের বৈঠকে ৪ অধ্যাদেশ অনুমোদন

১২

মুস্তাফিজের আইপিএল না খেলা নিয়ে মিকি আর্থারের প্রতিক্রিয়া

১৩

রাজনৈতিক ভেদাভেদ ভুলে উন্নয়নের আহ্বান : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৪

ধূমপানের ক্ষতি পুষিয়ে তুলতে সাহায্য করে যে ৫ খাবার

১৫

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া 

১৬

কলা খাওয়ার সঠিক সময় কখন? জেনে নিন

১৭

বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে যা বললেন তামিম

১৮

খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশের গণতন্ত্রের ইতিহাস রচনা সম্ভব নয় : রহমাতুল্লাহ

১৯

পেয়ারা খোসাসহ খাওয়া ভালো নাকি খোসা ছাড়িয়ে, যা বলছেন পুষ্টিবিদ

২০
X