সম্প্রতি সারা দেশের ন্যায় মৌলভীবাজার-৩ আসনে নৌকা প্রতীক নিয়ে ভোটের মাঠে কাজে ব্যস্ত মোহাম্মদ জিল্লুর রহমান। মৌলভীবাজার-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান গ্রামগঞ্জ ও পাড়া মহল্লার ভোটারদের কাছে ভোট চেয়েছেন। ওই সময় কৌতূহলী কয়েকজন শিশু প্রার্থীর কাছে একটি করে লিফলেট নেওয়ার দাবি করে। তিনিও হাস্যোজ্জ্বল মুখে শিশুদের হাতে একটি করে লিফলেট তুলে দেন। পরে তিনি স্থানীয়দের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তা প্রতিকারের চেষ্টা করার প্রতিশ্রুতি দেন।
মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, মৌলভীবাজার-রাজনগরের উন্নয়ন করতে প্রধানমন্ত্রী আমাকে মনোনীত করেছেন। আমি সে লক্ষ্যেই কাজ করব। আমাদের সঙ্গে গ্রামগঞ্জের, পাড়া মহল্লার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও আছেন। আমরা ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার জন্য কাজ করব। এর মধ্যে কোথায় কী কাজ করা প্রয়োজন সেই পরিকল্পনা আমরা নিয়েছি।
মন্তব্য করুন