এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বিএনপির রাজনীতি দিয়ে বাংলাদেশর স্বাধীনতা আসেনি। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে। বিএনপি ক্ষমতা আসার পর বাংলাদেশ সারা বিশ্বের বুকে ভিক্ষুকদের দেশ হিসাবে পরিচিত ছিল। আর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশ একটি উন্নত দেশে হিসাবে পরিচিতি অর্জন করছে বিশ্বের বুকে। মুক্তিযুদ্ধাদের জন্য বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। দীর্ঘদিন পরে হলেও স্বাধীনতা সম্পর্কে নতুন প্রজন্মরা কিছু জানাতে পেরেছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলা ঝলম দক্ষিণ ইউনিয়নের পৌমগাঁওস্থ এলাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ১৯৯৬ সালে আমি কুমিল্লা-৯ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে প্রথম এমপি নির্বাচিত হই। তখন লাকসাম-মনোহরগঞ্জে একজনও আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বারও পাইনি। এখন প্রতি ঘরে ঘরে আওয়ামী লীগের নেতা কর্মী সৃষ্টি হয়েছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ আমাদেরকে এমনিতে ভোট দেবে, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আবদুল কাইয়ূম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. কামাল হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক দেওয়ান জসিম উদ্দিন, হাসনাবাদ ইউপি চেয়ারম্যান মো কামাল হোসেন, বাইশগাঁও ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বিএসসি, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শামীম ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব প্রমুখ।
মন্তব্য করুন