সাভারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের হলে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা-১৯ (সাভার ও আশুলিয়া) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদের নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় তাদের গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।
শুক্রবার (২২ ডিসেম্বর) কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাভার পৌর হকার্স লীগের সভাপতি নজরুল ইসলাম এবং সাভার উপজেলা হকার্স লীগের কোষাধ্যক্ষ রিপন মিয়া।
মামলার এজাহারে বলা হয়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাভার পৌরসভার মজিদপুরে অবস্থিত ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তালুকদার তৌহিদ জং মুরাদের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময় রিপন মিয়া, নজরুল ইসলাম, আতাবর রহমান, তারেক বিন ওবায়েদ, জুয়েল শেখসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মারধর করে। এরপর প্রচারণায় ব্যবহৃত মাইকের এমপ্লিফায়ার মেশিন, মাইক্রোফোন ও চেয়ার ভাঙচুর করে এলাকায় ভীতি সৃষ্টি করা হয়। এ ঘটনায় মুরাদ জংয়ের সমর্থক আব্দুল কাদির মোল্লা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন কালবেলাকে বলেন, স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলার ঘটনায় মামলা দায়ের হলে দুই আসামিকে সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি কেউ মানতে ব্যর্থ হলে কিংবা আইনবিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সাভার থানা পুলিশ সচেষ্ট রয়েছে।
মন্তব্য করুন