মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বগুড়ায় তিন দিনের আঞ্চলিক ইজতেমা। হাজারো মুসল্লির অংশগ্রহণে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল গোটা ইজতেমা ময়দান।
আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ জমায়েত হয়। ইজতেমা মাঠ ছাড়িয়ে মহাসড়ক এবং আশপাশের ফাঁকা স্থান, বাড়ির ছাদ, বিভিন্ন স্থাপনা, প্রতিষ্ঠান চত্বরেও মানুষের উপস্থিতি ছিল ব্যাপক।
শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টায় আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের শূরা মাওলানা মোশাররফ হোসেন। প্রায় ২০ মিনিটের মোনাজাতের সময় লাখো মুসল্লির কান্না ও আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইজতেমা প্রাঙ্গণ। মোনাজাতে দেশ-জাতির মঙ্গল কামনাসহ মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
গত বৃহস্পতিবার বগুড়ায় শুরু হয় তিন দিনের আঞ্চলিক ইজতেমা। শহরের চার মাথার অদূরে ঝোপগাড়িতে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে ১০ একর জমির ওপর তিন দিনব্যাপী এই আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে আম বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ ইজতেমা শুরু হয়।
ইজতেমা ব্যবস্থাপনা কমিটির সদস্য মশিউর রহমান শাহীন বলেন, আখেরি মোনাজাতে হাজারো মানুষ অংশ নিয়েছেন। মোনাজাতে আল্লাহর দরবারে গুনাহ মাফ, আত্মশুদ্ধি ও মুসলিম উম্মাহর শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করা হয়।
বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, মুসল্লিদের নিরাপত্তায় ইজতেমা ময়দানের পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। রাত-দিন ভাগ করে পালাক্রমে তারা দায়িত্ব পালন করছেন।
মন্তব্য করুন