দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে পঞ্চগড়ে মশাল মিছিল করেছে ছাত্রদল ও যুবদল।
শনিবার (২৩ ডিসেম্বর) শহরের হিলি বোর্ড এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুর নেতৃত্বে এই মশাল মিছিলে জেলা উপজেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেলের নেতৃত্বে ব্যারিস্টার বাজারে মোবাইলের ফ্লাশ লাইট জ্বালিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
পরে সন্ধ্যায় সাবেক ছাত্রনেতাদের নেতৃত্বে ব্যারিস্টার বাজারে ছাত্রদল মশাল মিছিল বের করে। মকবুলার রহমান সরকারি কলেজের ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এই মশাল মিছিলের নেতৃত্ব দেন।
মন্তব্য করুন