ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে টানা ৭ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে নৌযান চলাচল শুরু হয়।
এর আগে শনিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে দিক হারিয়ে মাঝ নদীতে আটকা পড়ে চারটি ফেরি।
জানা যায়, শনিবার সন্ধার পর থেকেই নদীতে কুয়াশা পড়তে শুরু করে। রাত ৩টা ২০ মিনিটের পর কুয়াশার চাঁদরে ঢেকে যায় নৌপথ। এতে দুর্ঘটনা এড়াতে নৌপথ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ খোরশেদ আলম জানান, রাতের দিকে ফেরির দিকনির্দেশনা বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। যাত্রী ও যানবাহন নিয়ে মাঝপদ্মায় আটকে পড়ে চারটি ফেরি। সকাল হলে আটকেপড়া ফেরিগুলো ধীরে ধীরে গন্তব্যে চলে আসে। হঠাৎ করে ফেরি সার্ভিস বন্ধ থাকায় বেশকিছু যানবাহন নদী পারের অপেক্ষায় আটকে পড়ে। তবে এখন ফেরি চলাচল স্বাভাবিক হয়ে যাওয়ায় দ্রুত সময়ের মধ্যে আটকেপড়া যানবাহনগুলো নদী পারাপার করা হবে।
মন্তব্য করুন