জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। ওই ব্যক্তির নাম নিতাই আগরওয়ালা। তিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার মহল্লার শ্রী হিরালাল আগরওয়ালার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী ২৪ ডাউন লোকাল মেল ট্রেনটি আক্কেলপুর স্টেশনে পৌঁছার আগে লাইন পার হওয়ার সয়ম ট্রেনের নিচে কাটা পড়ে নিতাই আগরওয়ালার দেহ ও মাথা খণ্ড-বিখণ্ড হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আক্কেলপুর রেলওয়ে স্টেশন মাস্টার খাতিজা আক্তার বলেন, শুনেছি একজন ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েছেন। তার স্বজনরা সঙ্গে সঙ্গে লাশটি আক্কেলপুর মহাশ্মশানে নিয়ে গেছে। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় জানানো হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, ট্রেনে কাটা পড়ে ব্যক্তির মৃত্যুর বিষয়ে আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে এএসআই নরেন চন্দ্র দেবনাথকে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন