চলমান সকাল-সন্ধ্যা অবরোধ সফলে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল জামালপুর জেলা শাখার নেতাকর্মীরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলন সফল ও সরকার এর পদত্যাগের দাবিতে দেশব্যাপী ১২তম দফায় এই অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপসহ সমমনা দল ও জোটগুলো।
বিএনপির নির্বাহী কমিটির জলবায়ুবিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল ও যুবদলের কেন্দ্রীয় সহপাঠাগারবিষয়ক সম্পাদক সাজিদ হাসান বাবুর নির্দেশনায় এই মিছিল হয়েছে। মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক বাবুল খান ও যুগ্ম আহবায়ক মিজানুর রহমান রতন আকন্দের তত্ত্বাবধানে যুবদল নেতা জিল্লুর রহমান জনির নেতৃত্বে অবরোধ সফলে ঢাকা-মাদারগঞ্জ মহাসড়কে মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান রতন আকন্দ, বিএনপি নেতা টিক্কা, বাছেদ, আব্দুল্লাহ, যুবদল নেতা মিস্টার, রকি, আল আমিন, এমদাদুল, আহমেদ সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সানি, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোরশেদ, যুগ্ম সম্পাদক খন্দকার শ্যামল, সহসাধারণ সম্পাদক স্বপন, সহঅর্থ সম্পাদক আরাফাত, সহসাংগঠনিক সম্পাদক জাকিরুল হক সহনেতারা।
মিছিল শেষে যুবদল নেতা জিল্লুর রহমান জনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এই সরকারের পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের সাথে নিয়ে আগামী সকল কর্মসূচিতে মাঠে থাকব। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাসহ সকল কারাবন্দি নেতাদের মুক্তির দাবি জানান।
মন্তব্য করুন