প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার একটি মানবিক উদ্যোগ। আমাদের প্রান্তিক অঞ্চলের মানুষ যারা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত, এ স্বাস্থ্যমেলায় এসে তারা অকল্পনীয় স্বাস্থ্যসেবাটি পেয়ে গেলেন।
শনিবার (২৩ ডিসেম্বর) পাবনার চাটমোহরে ওয়ান বাংলাদেশ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে স্বাস্থ্যমেলায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম এসব কথা বলেন। এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শাহ্ আজম বলেন, স্বাস্থ্যমেলাটি একটি ভিন্ন ধরনের অভিজ্ঞতা। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ হাতের নাগালে এবং অনায়াসে পাওয়া স্বপ্নাতিত। আমি আয়োজকদের কাছ থেকে শুনেছি, এ মেলায় অনেক মহিলা এসেছিলেন, যারা কখনো ডাক্তারের সান্নিধ্য পাননি কিন্তু তারা জটিল রোগে আক্রান্ত। তাদের অনেকেই নিরাময়যোগ্য রোগে আক্রান্ত বলে ডাক্তাররা তাদের অভিমত ব্যক্ত করেছেন এবং তারা সহজেই বিভিন্ন রোগের নিরাময়ের পরামর্শ ও সেবা পেয়ে গেলেন। এটি তাদের স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় বিশেষ সহায়ক হয়েছে বলে মনে করি।
তিনি বলেন, সমৃদ্ধির বাংলাদেশের রূপকার জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার সংকল্পে বাংলাদেশের প্রান্তিক অঞ্চলে অবাধ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়নে স্বাস্থ্যমেলার আয়োজন তাৎপর্যপূর্ণ। দেশের যেসব অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রদানের উন্নত অবকাঠামো নেই, সেখানে এ জাতীয় কর্মসূচির আয়োজন সরকার ও বেসরকারি উদ্যোগের সম্মিলিত অংশগ্রহণ উৎসাহিত করার মাধ্যমে অবাধ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখতে পারে। সেই দিক থেকে ওয়ান বাংলাদেশের এই আয়োজন সময়োপযোগী ও গৌরবের।
রবি উপাচার্য শাহ্ আজম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি কবির বিন আনোয়ার অপু ও অন্যান্য অতিথিসহ সবাইকে অভিনন্দন জানিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সামনের নির্বাচনে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ান বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক মো. রশীদুল হাসান। এ ছাড়াও নাট্যব্যক্তিত্ব আহছানুল হক মিনু, তুষার খান এবং বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী মকবুল হোসেন উপস্থিত ছিলেন। এ সময় প্রান্তিক অঞ্চলের অসংখ্য সেবাপ্রত্যাশী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের বিশেষ অংশে ছিল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক দলের পরিবেশনা।
মন্তব্য করুন