মাদারীপুরের ডাসার উপজেলায় অবরোধের সমর্থনে ডাকা বিএনপির মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়েছে। এ সময় ৮ বিএনপির নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
রোববার (২৪ ডিসেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়ক থেকে অবরোধ পালনের সময় তাদের গ্রেপ্তার করা হয়।
বিএনপির নেতাকর্মীরা জানান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনের তত্ত্বাবধানে আজ অবরোধের সমর্থনে ঢাকা-বরিশাল মহাসড়কে ডাসার উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিল বের করে। মিছিলে পুলিশ বাধা দিলে নেতাকর্মীদের সাথে পুলিশের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল খন্দকার, ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলিম হাওলাদার, বিএনপি নেতা শহিদুল বেপারী, আলি সরদার, আকবার মাতুব্বর, জহির খন্দকার, মো. জাহিদ খন্দকার ও সাব্বির মীর নামে ৮ জনকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, নেতাকর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিল। পুলিশ তাদের কর্মসূচিতে বাধা দিয়ে মিছিলটি পণ্ড করে দিয়ে ৮ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
মন্তব্য করুন