চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আলমগীর নামের এক মুদি দোকানদার খুন হয়েছেন। রোববার (২৪ ডিসেম্বর) রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরী ঘাটা এলাকার বলার পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে সীতাকুণ্ডে তিন ঘন্টার ব্যবধানে দুই খুনের ঘটনা ঘটলো।
সীতাকুণ্ড মডেল থানার ওসি কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আলমগীর (৪০) উপজেলার সোনাইছড়ি দক্ষিণ সোনাইছড়ি গ্রামের গামরিতল এলাকার মানিক কোম্পানির বাড়ির মৃত আফজা উল্লাহ পুত্র।
এর আগে সন্ধ্যা সাতটার দিকে বারৈয়ারঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর এলাকায় নুর মোস্তফা বজল নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। তিন ঘন্টা পার না হতেই আরেকটি খুন। যার কারণে জনমনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে।
নিহতের চাচাতো ভাই মাওলানা শাহাবুদ্দিন বলেন , আমার ভাই দীর্ঘদিন ধরে প্রবাসে ছিল। তার কোনো শত্রু নেই। ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথেই দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে খুন করে।
তিনি বলেন, তার সঙ্গে নগদ টাকা ও মোবাইল ছিল। কিন্তু সেগুলো তার সঙ্গেই আছে। দুর্বৃত্তদের হাতে ঠিক কী কারণে খুন হলো আমার ভাই, সেটি চিন্তার বিষয়। তিন মাস আগে আলমগীরের বিয়ে করেন। দেশের প্রচলিত আইনের মাধ্যমে খুনিদের শনাক্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে একাধিক পুলিশের টিম পাঠানো হয়েছে। বিষয়টি গুরত্ব দিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন