লালমনিরহাটের হাতীবান্ধায় সাংবাদিকদের সংবাদের ভাষা পরিবর্তন করতে বলেছেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) ও সোনালী ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমান প্রধান। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সাংবাদিক মহল।
সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যার আগে উপজেলার সিংগীমারী ইউনিয়নের ধুবনী লাল স্কুল এলাকায় ঈগল প্রতীকের নির্বাচনী জনসভায় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে এসব কথা বলেন।
জানা গেছে, সোমবার সন্ধ্যার আগে উপজেলার সিংগীমারী ইউনিয়নের দিঘীরহাট এলাকায় নির্বাচনী জনসভা করেন আতাউর রহমান প্রধান। এ সময় তিনি সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার নির্বাচনী ক্যাম্পে নৌকা প্রতীকের লোকজন হামলা করেছিল। আমার ৬ জন কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। আর আপনারা (সাংবাদিক) লিখলেন সংঘর্ষ হয়েছে। সেখানে কোনো সংঘর্ষ হয়নি, আক্রমণ করা হয়েছে। তাই সাংবাদিকদের সংবাদের ভাষা পরিবর্তন করতে হবে।
এ বিষয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজু বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। সাংবাদিকরা উভয়ের বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশ করেন। কারও পক্ষ নিয়ে সংবাদ প্রকাশ করেন না। আতাউর রহমান যে মন্তব্য করেছেন তাতে আমরা খুবই ব্যতীত।
এ নিয়ে সময়ের আলো হাতীবান্ধা প্রতিনিধি পরিমল চন্দ্র বসুনিয়া বলেন, সাংবাদিকদের নামে যে বক্তব্য দিয়েছেন তা খুবই দুঃখজনক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মন্তব্য করুন