গাজীপুরের কালিয়াকৈরে ছেলের বাসায় বেড়াতে এসে ছেলের হাতেই খুন হলেন বৃদ্ধ বাবা। নিহতের নাম মো. মোজাফ্ফর হোসেন আনু (৬০)। রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা মুন্সির টেক এলাকার শওকত হোসেনের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে ।
নিহত বৃদ্ধ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বেউর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। অভিযুক্ত হলেন তারই ছেলে সোহেল রানা (২৭)। সে শওকত হোসেনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় এপেক্স লেনজারি কারখানায় ডাইং সেকশনে চাকরির পাশাপাশি পড়াশোনা করেন।
স্থানীয়, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শওকত হোসেনের ভাড়া বাসায় ঘাতক সোহেল ও তার বড় বোন মিনি আক্তার ভাড়া থাকেন। দুই সপ্তাহ আগে মোজাফফর হোসেন ছেলের বাসায় বেড়াতে আসেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোহেল বাসায় এসে কক্ষের দরজা আটকে তার নিজ পিতাকে রড দিয়ে পিটিয়ে ও বঁটি দিয়ে এলোপাতারী কুপিয়ে আহত করে। এ সময় বৃদ্ধ মোজাফফরের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ঘাতক সোহেল ঘটনাস্থলে থেকে পালিয়ে যায়।
ঘটনার সময় সোহেলের বোন বাসায় ছিলেন না। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে শেখ ফজিল্লাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসাপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মেঝ ছেলে আপেল হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত ) সাব্বির রহমান জানান, লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
মন্তব্য করুন