আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য মনোনীত প্রার্থী রাশেক রহমানকে নৌকা মার্কায় ভোট দিন। কারণ, উন্নয়নের মার্কা নৌকা মার্কা। নৌকা স্বাধীনতার মার্কা, বঙ্গবন্ধুর মার্কা।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীর আদর্শ স্কুল মাঠে পথসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আপনারা জানেন আগামী ২০২৪ সালের ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। আমি এই নির্বাচনে আপানাদের কাছে নৌকা মার্কায় ভোট চাইতে এসেছি। আমরা দেশের রাস্তাঘাটের উন্নয়ন করেছি। ২০০৯ থেকে ২৩ আজকের বদলে যাওয়া বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, প্রযুক্তির বাংলাদেশ। দেশ আজ এগিয়ে যাচ্ছে। ছেলেমেয়েরা স্কুলে যায়। শিক্ষার হার বেড়েছে।
তিনি বলেন, স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে, রোগ পরীক্ষা করাতে পারছে। হাতের কাছে কমিউনিটি ক্লিনিক নির্মাণ করে দিয়েছি। সেই ক্লিনিকে মা-বোনেরা বাড়ি থেকে হেঁটে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারে। আপনাদের জমিতে ফসল ফলাবেন। নিজের খাদ্য নিজেরাই উৎপাদন করবেন। কারো কাছে যেন হাত পাততে না হয়। এক ইঞ্চি জমিও পতিত রাখা যাবে না।
এর আগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আশপাশের এলাকা থেকে জনসাধারণ জায়গীর আদর্শ স্কুল মাঠে সমবেত হয়। সকাল ১১টার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ।
পথথসভায় তিনি রংপুর-৫ আসনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রাশেক রহমানকে পরিচয় করিয়ে দিয়ে সবার কাছে ভোট চান।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আফসার মিয়া। মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ছোটবোন শেখ রেহনাসহ কেন্দ্রীয় নেতারা। বক্তব্য রাখেন স্থানীয় নেতা শাহ্ আনোয়ার সাদাত লেমন, ইদ্রিস আলী মণ্ডল প্রমুখ।
মন্তব্য করুন