বিএনপি নির্বাচনে না এসে তা বানচালের পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। যথাসময়ে নির্বাচন হবে।
দিনব্যাপী প্রচারের অংশ হিসেবে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে কালিয়াকৈর উপজেলার দলিল লেখকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বক্তব্য দেন তিনি।
কালিয়াকৈর উপজেলা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি মো. আজিজুর রহমানের সভাপতিত্বে সংস্থার লতিফপুরে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আকবর আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়, দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, দলিল লেখক আবু বকর সিদ্দিক, আব্দুল খালেক, শুকুর পালোয়ান,আব্দুল হাই মিয়া প্রমুখ।
মন্তব্য করুন