নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ১১:০৫ এএম
অনলাইন সংস্করণ

রেলের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িক

নাটোরের বিভিন্ন রেলওয়ে স্টেশনের খণ্ডচিত্র। ছবি : কালবেলা
নাটোরের বিভিন্ন রেলওয়ে স্টেশনের খণ্ডচিত্র। ছবি : কালবেলা

দফায় দফায় রেলের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও নাটোরে স্থানীয় প্রভাবশালীদের কাছে অসহায় যেন বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। রেলের জমি দখলের এ উৎসবে মেতেছেন নাটোরের নলডাঙ্গা উপজেলার প্রভাবশালীরা।

রেলওয়ের সম্পত্তি অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা গড়েছে দখলদাররা। কোথাও গড়ে তোলা হয়েছে দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠান। রেলের জায়গায় অবৈধভাবে পার্ক নির্মাণেরও চিত্র দেখা গেছে নলডাঙ্গা স্টেশন এলাকায়।

নাটোর নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর, নলডাঙ্গা হাট, মাধনগর, বিরকুৎসাসহ আশপাশের বিভিন্ন রেল স্টেশন ও আশপাশের রেলের সম্পত্তি দখল করে নির্মাণ করা হচ্ছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান।

আবার নলডাঙ্গা রেল স্টেশনের পাশে নির্মাণ করা হয়েছে পার্ক। সেখানে স্থায়ী পাকা ঘর নির্মাণ করে কফি হাউস তৈরি করা হয়েছে। রেললাইনের ধার ঘেঁষে পার্ক নির্মাণ করায় তা চলছে ঝুঁকির মধ্যে। এমনকি পার্কসহ বিভিন্ন রেলওয়ে স্টেশনের স্টাফ কোয়াটারগুলো হয়ে উঠেছে মাদক বেচাকেনার আস্তানা। তা উচ্ছেদের দাবি করেছে স্থানীয় সচেতন মহল।

এদিকে রেললাইনের পশ্চিম দিকে নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ঘেঁষে অনেক স্থাপনা নির্মাণ করছে স্থানীয় প্রভাবশালীরা। যার ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আঞ্চলিক মহাসড়কের ৩৩ ফুট জায়গার ভেতর কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করার বিধান থাকলেও তা মানছেন না এসব দখলদাররা। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে এবং মাঝের মধ্যেই দুর্ঘটনা ঘটছে।

এদিকে স্টেশনগুলো ব্রিটিশ আমলে নির্মিত হলেও দীর্ঘদিনেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধ দোকানপাট-গোপনে রেলওয়ের পজিশন বিক্রি নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী ও যাত্রীরা-স্টাফ কোয়াটার গুলো হয়ে উঠেছে নেশাখোরদের আস্তানা। বৃষ্টি হলে প্ল্যাটফর্মজুড়ে পানি পড়া, মেঝের ইট উঠে খানাখন্দকের সৃষ্টি ও প্ল্যাটফর্ম থেকে ট্রেন লম্বা হওয়ার বিড়ম্বনাসহ নানা সমস্যায় জর্জরিত মাধনগর রেলওয়ে স্টেশন।

স্টেশন ও প্ল্যাটফর্মে বাউন্ডারি ওয়াল না থাকায় স্টেশনের প্রায় সব দিকেই দখল হয়ে, প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধ দোকানপাট গড়ে উঠেছে। গোপনে রেলওয়ের পজিশন বিক্রি ও দখল নিয়ে প্রায় উত্তপ্ত হয়ে উঠে স্টেশন এলাকা। যার ফলে নিরাপত্তাসহ ট্রেনে ওঠানামার সময় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে মহিলা যাত্রীদের শিশুসন্তান নিয়ে বিরক্তিকর পরিস্থিতিতে পড়তে হয়। এদিকে এ স্টেশনগুলো থেকে মাসে লাখ লাখ টাকার রাজস্ব আয় হলেও যাত্রীদের সেবার মান শূন্যের কোঠায় রয়েছে।

ট্রেনযাত্রী ও স্থানীয় বাসিন্দা মুক্তার হোসেন, আবু জিহাদ, মুনজুরুল ইসলামসহ অনেকেই জানিয়েছেন, উন্নয়নবঞ্চিত রেলওয়ে স্টেশনগুলো আধুনিকায়নের ব্যাপারে কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি। দীর্ঘদিন ধরে স্টেশনগুলোর প্রয়োজনীয় সংস্কার কাজ না করায় এখানে যাত্রীসেবা শূন্যের কোঠায় এসে পৌঁছেছে। দেশের অনেক স্টেশনের উন্নয়ন হলেও এই এলাকার স্টেশনগুলো দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত। স্টেশনগুলোর আধুনিকায়ন জরুরি। সেইসঙ্গে সেবার মান বাড়ানো প্রয়োজন। স্টেশনের প্ল্যাটফর্মে শেড থাকলেও চারদিক দিয়ে পানি পড়ে। ট্রেন থেকে নেমে যাত্রীদের অস্বস্তিকর অবস্থায় পড়তে হয়। এ ছাড়া অপরিচ্ছন্ন টয়লেট যাত্রীদের বিশ্রামের জন্য কোনো সুব্যবস্থা নেই।

মাধনগর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. মমিন উদ্দিন প্রামাণিক বলেন, প্রয়োজনীয় সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই কাজ শুরু হবে।

রাজশাহীর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল ও ডিভিশনাল ভূসম্পত্তি অফিসার মো. নুরুজ্জামান বলেন, জনবল স্বল্পতার কারণে কিছুটা সমস্যা হচ্ছে, স্বল্প জনবল নিয়েই অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, বিষয়গুলো আমাদের নজরে রয়েছে।

উল্লেখ্য, এই রেলওয়ে স্টেশনগুলোর ওপর দিয়ে প্রায় ১৮ থেকে ২০টি ট্রেন যাতায়াত করে। এদিকে শুধু মাধনগর স্টেশন থেকে মাসে প্রায় সাড়ে ৬ লাখ থেকে ৭ লাখ টাকা রাজস্ব আয় হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবা-ভাইকে মারধর

চোখ-মুখ ঢেকে বন্দির মতো সমুদ্রে ফেলে দেয় ভারত

তিন বেলা ভাত খাওয়া কতটা স্বাস্থ্যকর?

কাশ্মীরে আটকা পড়লেন মাধবন

সন্ধ্যা নামলেই পাহাড় থেকে আসছে হাতির পাল, গ্রামে গ্রামে আতঙ্ক

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে 

কোপা আমেরিকা জয়ী আর্জেন্টাইন ফুটবলার খুঁজে পেলেন নতুন ঠিকানা

জুমার খুতবা চলাকালে কথা বলা কি জায়েজ?

চাকরিজীবী থেকে বলিউড নায়িকা, যা বললেন সোহা

এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ : ইসি আনোয়ারুল 

১০

আমরা আমাদের মতো করে বাঁচি: নুসরাত জাহান

১১

দিনে কখন ও কয়টি কাঠবাদাম খেলে সবচেয়ে বেশি উপকার

১২

লতিফ সিদ্দিকীসহ ১৬ জন আদালতে

১৩

বদলে গেল মাহমুদউল্লাহ রিয়াদ-নাঈম শেখদের দল

১৪

ঘুম হারিয়েছেন সিদ্ধার্থ

১৫

আজ ঢাকার বাতাস সহনীয়, দূষণের শীর্ষে দোহা

১৬

কারাগার থেকে বেরিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে যুবক খুন

১৭

মহড়ার সময় এফ-১৬ বিধ্বস্ত, বেঁচে নেই পাইলট

১৮

অনেক কিছুই নিজের নিয়ন্ত্রণের বাইরে : বিসিবি সভাপতি

১৯

আফ্রিদিকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসছে

২০
X