ঝালকাঠির রাজাপুর উপজেলার লেবুবুনিয়া বাজার এলাকায় নুরুল ইসলাম নামে পুলিশের এক কনস্টেবেলের বন্দুক থেকে মিস ফায়ারে মনির মাহমুদ (৪৫) নামে এক চা দোকানি আহত হন। গুলিবিদ্ধ মনির মাহমুদ রাজাপুর উপজেলার উত্তর তারাবুনীয়া গ্রামের প্রয়াত জয়নাল আবেদীনের ছেলে। এ ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে অভিযুক্ত পুলিশ কনস্টেবল নুরুল ইসলামকে।
শনিবার (২৩ ডিসেম্বর) রাত পৌনে ১টার দিকে তারাবুনিয়া বাজারে এ ঘটনাটি ঘটে। তবে বিষয়টি জানাজানি হয় বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায়।
চায়ের দোকানি মনির বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল (শেবাচিম) কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, লেবুবুনিয়া বাজারে শনিবার রাতে টহলের সময় অটোরিকশায় উঠতে গিয়ে হঠাৎ করে কনস্টেবল নুরুল ইসলামের বন্দুক থেকে একটি মিসফায়ার হয়। এ সময় ওই গুলিতে রাস্তার পাশের চা দোকানি মনির পায়ে আঘাত পান। তবে তাকে তাৎক্ষণিক পুলিশের পক্ষ থেকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মনির শঙ্কামুক্ত আছেন।
চিকিৎসাধীন গুলিবিদ্ধ মনির বলেন, রাত সাড়ে ১২টার পর থানা পুলিশ টহলে আসেন। তখন আমি দোকানে চা বানাচ্ছিলাম। হঠাৎ কনস্টেবল নূরুল ইসলামের হাতে থাকা বন্দুক থেকে গুলি বের হয়। গুলি আমার পায়ে লাগে। দোকানের চায়ের কেতলি দুমড়ে মুচড়ে যায়। তারপর পুলিশের লোকেরাই আমাকে হাসপাতালে নিয়ে যায়। তবে এখন দোকান বন্ধ থাকায় আমার পরিবার আর্থিক সংকটে পড়েছে।
এ বিষয়ে অভিযুক্ত পুলিশ কনস্টেবল নুরুল ইসলামের মতামত পাওয়া যায়নি। ঝালকাঠি পুলিশ সুপার (এসপি) আফরুজুল হক টুটুল জানান, এ ঘটনায় নুরুল ইসলাম নামে ওই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চায়ের দোকানি মনিরের চিকিৎসাসহ সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে।
মন্তব্য করুন